Thursday, November 6, 2025

জন্মবার্ষিকীতে জ্যোতি বসুর স্মরণে বিধানসভায় নেই বামেদের কেউ, আক্ষেপ স্পিকারের

Date:

আজ ৮ জুলাই। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর ১০৯ তন জন্মবার্ষিকী। কিংবদন্তি এই রাজনীতিবিদকে এই বিশেষ দিনে শ্রদ্ধায়-স্মরণ করার রীতি আছে বিভিন্ন মহলে। জ্যোতিবাবু রাজনৈতিকভাবে একটি বিশেষ মতাদর্শে বিশ্বাসী থাকলেও মুখ্যমন্ত্রী হিসেবে তিনি অনেক ক্ষেত্রেই সফল। তবে ব্যর্থতাও কম ছিল না, বিতর্কও আছে তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক কাজের।

আজ তিনি নেই। তবে তাঁর স্মৃতি আছে-ছিল-থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা হিসেবে হোক কিংবা মুখ্যমন্ত্রী হিসেবে, জ্যোতি বসুকে কোনওদিন ভুলতে পারবে না।

আজ, তাঁর জন্মদিন উপলক্ষ্যে রাজ্য বিধানসভায় জ্যোতি বসুর তৈলচিত্রে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণা করতে গিয়ে আক্ষেপের সুরে তিনি বলেন, “জ্যোতি বসুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতবিরোধ ছিল, কিন্তু তাঁর হাতে গড়া সিপিএমের কোনও প্রতিনিধি বিধানসভায় না থাকাটা অত্যন্ত দুর্ভাগ্যের। ভাবলেও খারাপ লাগে।”

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন, “এই বাংলায় দীর্ঘ ৩৪ বছর ধরে যে দলটা শাসন করেছে, যাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ ছিল, কিন্তু সেই দলটার কোনও প্রতিনিধি আজ বিধানসভায় না থাকাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

বাম জমানায় যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় একুশে জুলাইয়ের ঘটনা ঘটে। এদিন সেকথা স্মরণ করিয়ে জ্যোতি বসু সম্পর্কে বিমান বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন, “জ্যোতি বসু একুশে জুলাইয়ের ঘটনা না ঘটালেই পারতেন। সেটা কলঙ্কিত অধ্যায় হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। কিন্তু তাঁর অনেক ইতিবাচক দিকও ছিল। প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধও দলের সিদ্ধান্তের জন্য প্রত্যাখ্যান করেছিলেন জ্যোতি বসু।”

আরও পড়ুন- ভূমিসংস্কারের পরবর্তীকালে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা ক্ষমতার বিকেন্দ্রীকরণে সাহায্য করেছে, বললেন সীতারাম ইয়েচুরি

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version