Saturday, May 17, 2025

গ্যাসের দাম বাড়ছে কেন? “জনসংযোগ” করতে গিয়ে জনরোষের মুখে বিজেপি সাংসদ লকেট

Date:

নিজের সংসদীয় এলাকায় “জনসংযোগ” করতে গিয়ে জনগণের ক্ষোভের মুখে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিশেষ করে গ্রামের মহিলা-গৃহবধূরা তাঁর ঘিরে ধরে জানতে চান, “কেন গ্যাসের দাম লাফিয়ে বাড়ছে? কেন উজ্জ্বলা যোজনার সুবিধা মিলছে না? কেন কেরোসিন তেল ৪০ টাকা থেকে ১০০ টাকা হল?” এমনই সব অস্বস্তিকর প্রশ্নের হয়ে লকেটের অবস্থা ছিল “ছেড়ে দে মা কেঁদে বাঁচি…!”

দীর্ঘদিন “নিরুদ্দেশ” থাকার পর লকেট সিঙ্গুরের সিংহের ভেড়ির ২২ নম্বর বুথে গ্রামবাসীদের ঘরে ঘরে গিয়েছিলেন। কেন্দ্রের প্রকল্প ঠিকমতো মিলছে কিনা জানার সঙ্গে বিজেপি সাংসদের উদ্দেশ ছিল জনসংযোগ। কিন্তু জনগনের রোষে জনসংযোগ তো হলোই না, উল্টে তিনি এলাকা থেকে কোনওমতে বেরিয়ে আসতে পেরে যেন বাঁচেন।

এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্যাসের লাগামছাড়া
মূল্যবৃদ্ধি নিয়ে লকেটের যুক্তি, কিছুদিন আগেও গ্যাসের দাম ২০০ টাকা কমানো হয়েছিল। বিভিন্ন সময়ে বাজারের ওঠানামা করার সঙ্গে সঙ্গে গ্যাসের দাম নিয়ে মানুষের সমস্যা হয় বলে বিষয়টি এড়িয়ে যান সাংসদ। অর্থাৎ, জ্বালানির দামবৃদ্ধি নিয়ে কোনও সদুত্তর ছিল না লকেটের কাছে।

অন্যদিকে, মানুষের দৈনন্দিক সমস্যা প্রসঙ্গ এড়িয়ে বলকেট চট্টোপাধ্যায় আগামী বছর পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বলেন, ”এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন মানে রক্তারক্তির ভোট, মারামারির ভোট হয়। সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। মনোনয়নও জমা করতে দেওয়া হয় না। পাল্টা আমাদেরও প্রতিরোধ গড়ে তুলতে হবে। মারের বদলা মার হবে।”

লকেটের এমন উস্কানিমূলক মন্তব্যকে পাল্টা দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “লকেট বিজেপিতে কোণঠাসা। নিজের প্রাসঙ্গিকতা ফিরে পেতে খবরে ভেসে থাকতে এমন মন্তব্য করেছেন। ওনার নিজের লোকসভা এলাকাতেই ভোটে হেরেছে বিজেপি। আসলে লকেটের অবস্থা এখন, কাঁহি পে নিগাহে, কাঁহি পে নিশানা…! তৃণমূল নয়, উনি নিজের দলের নেতাদের উদ্দেশ্যেই এইসব মন্তব্য করছেন।”


Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version