Monday, November 3, 2025

অবশেষে সাংবাদিক জুবেইরকে জামিন দিল দেশের শীর্ষ আদালত

Date:

অবশেষে স্বস্তি পেলেন অলট নিউজের (Alt News) সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইর(Mohammad Zubair)। উত্তরপ্রদেশের সীতাপুরে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শুক্রবার জুবেইরকে জামিন দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। যদিও এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। কারণ দিল্লি পুলিশের তরফে জুবেইরের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল তাতে এখন জামিন মঞ্জুর হয়নি জুবেইরের। পাশাপাশি আদালতের তরফে জানানো হয়েছে, জামিনের মধ্যে কোনও টুইট করতে পারবেন না জুবেইর এবং দিল্লি ছেড়ে যেতে পারবেন না।

শুক্রবার শীর্ষ আদালতে অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও জেকে মহেশ্বরী জুবেইরের মামলা শোনেন। যেখানে মহম্মদ জুবেইরের তরফে সওয়াল করেন আইনজীবী কলিন গনসালভেজ। সেখানেই সীতাপুরে দায়ের হওয়া মামলায় ৫ দিনের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাঁকে। তবে দিল্লি পুলিশের দায়ের করা মামলায় এখনও জামিন পাননি এই সাংবাদিক। সুপ্রিম কোর্টে পাঁচ দিন পর ফের এই মামলার শুনানি হবে। একইসঙ্গে এলাহাবাদ হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মহম্মদ জুবেইরের করা আবেদন নিয়েও পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। যার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ পুলিশকে নোটিশও দেওয়া হয়েছে।

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অলট নিউজের সহ প্রতিষ্ঠাতা জুবেইরই সর্বপ্রথম বিজেপির(BJP) প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের কথা প্রকাশ্যে আনেন। এরপরই ধর্মীয় ভাবাবেগে আঘাত ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে দিন দশেক আগে জুবেইরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সেদিন আদালত জুবেরকে একদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায়। পরের দিন ফের তাঁকে পাতিয়ালা হাউজ কোর্টে পেশ করে চারদিনের জন্য হেফাজতে পায় দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লি পুলিশের (Delhi Police) মামলার মধ্যেই আসরে নামে উত্তরপ্রদেশ পুলিশ। মহম্মদ জুবেইরের বিরুদ্ধে সীতাপুরে একটি মামলা দায়ের করা হয়। সেখানেও ধর্মীয় ভাবাবেগে আঘাত ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়। সেই মামলায় জুবেইরকে (Mohammed Zubair) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় উত্তরপ্রদেশ পুলিশ।


Related articles

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...
Exit mobile version