২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা রাজ বব্বরের

১৯৯৬ সালে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লখনউ থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়ছিলেন বব্বর। ভোটের সময় এক নির্বাচনী আধিকারিকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার পরেই ওই বছর ৯ মে ওয়াজিরগঞ্জ থানায় বব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই নির্বাচনী আধিকারিক। তাঁর অভিযোগ ছিল, পোলিং বুথে ঢুকে কাজে বাধা দেন বব্বর ও তাঁর সঙ্গীরা। নিগ্রহ করা হয় পোলিং এজেন্টকে। তাঁর নাকে, গলায় ও ঠোঁটে আঘাত করা হয় বলে অভিযোগ করেছিলেন ওই আধিকারিক।

সেই ২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা হল কংগ্রেস নেতা রাজ বব্বরের। বৃহস্পতিবার অভিনেতা-রাজনীতিককে এই সাজা দিয়েছে উত্তরপ্রদেশে সাংসদ ও বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালত। সরকারি কাজকর্মে বাধা দেওয়ার দায়ে বব্বরকে সাড়ে আট হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

 

Previous articleToday market price: আজকের বাজার দর
Next articleজাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, ভর্তি হাসপাতালে