Thursday, August 28, 2025

উল্টোরথে মন্দিরে ফিরলেন জগন্নাথদেব, মাহেশের রথ দেখতে জিটি রোডের ধারে ভক্তদের ঢল

Date:

আট দিন পরে মাসির বাড়ি থেকে ফেরার পালা জগন্নাথদেবের। যেদিন মাসির বাড়ি গিয়েছিলেন সেদিন থেকেই সেখানে মন্দিরে চলতে থাকে পূজার্চনা। আটদিন মাসির বাড়ি কাটিয়ে এদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার ফেরার পালা। তিথি মেনে সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো। বিকেল চারটে নাগাদ হাজার হাজার মানুষের উপস্থিতিতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মূল মন্দিরের দিকে যাত্রা করেন।

এদিনের এই উল্টো রথ উপলক্ষে মাহেশের (Mahesh) মাসির বাড়ি থেকে লক্ষ্মী ঘাটে জগন্নাথদেবের মন্দির পর্যন্ত জিটি রোডের (GT Road) দুধার ছিল জনাকীর্ণ। ‘জয় জগন্নাথ’ ধ্বনির মধ্যে দিয়ে যখন জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে নিয়ে রথ এগিয়ে যাচ্ছিল। দেড় কিলোমিটার পথ পেরিয়ে সন্ধে ছটার নাগাদ তিন বিগ্রহ ফিরে যায় মহেশের মূল মন্দিরে। গত শুক্রবার রথযাত্রা দিন এই তিন ভাই বোন মাহেশের জগন্নাথ মন্দির থেকে রথে চড়ে দেড় কিলোমিটার দূরবর্তী মাসির বাড়িতে গিয়েছিলেন। আট দিন তাঁরা অধিষ্ঠিত ছিলেন মাসিরবাড়ির রত্নবেদিতে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ লক্ষ ভক্ত জড়ো হন মাসির বাড়িতে। শনিবার শেষ দিনে সকাল থেকে বহু ভক্ত সমাগম হয় মাসির বাড়িতে। রথযাত্রা উপলক্ষ্যে জিটি রোডের ২ধারে এবং মাহেশ স্নান পিড়ি মাঠে বসেছে বিশাল মেলা। চলবে একমাস। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মেলায় যান। মহেশের রথযাত্রার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য এখানে আগত লক্ষ লক্ষ মানুষকে তিনি যেমন ধন্যবাদ জানিয়েছেন জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসনকে।

 

 

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version