Saturday, May 10, 2025

হেরে গিয়ে খুনের রাজনীতি ‘জনবিচ্ছিন্ন’ বিজেপির: ক্যানিংয়ে সরব তৃণমূলের প্রতিনিধিদল

Date:

নির্বাচনে হেরে গিয়ে বাংলাকে গুজরাট-উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা করছে বিজেপি(BJP)। আর সেই জন্যই শান্ত বাংলায় খুনের রাজনীতি শুরু করেছে তাঁরা। শনিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে ক্যানিং(Canning) গিয়ে এমনটাই অভিযোগ তুলল তৃণমূলের প্রতিনিধিদল(TMC delegation Team)। একইসঙ্গে জানিয়ে দেওয়া হল এই খুনের সঙ্গে জড়িতরা যদি মাটির নিচেও লুকিয়ে থাকে তাহলেও তাঁদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।

ক্যানিংয়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। খোঁজ চলছে মূল অভিযুক্ত রফিকুলের। এহেন অবস্থার মাঝেই এদিন ক্যানিং যান তৃণমূলের à§§à§© সদস্যর প্রতিনিধিদল। যে দলে ছিলেন সওকত মোল্লা, শুভাশিস চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, প্রতিমা মণ্ডল, পরেশরাম দাস, শ্যামল মণ্ডলরা। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মালা রায় বলেন, “বাংলায় হেরে গিয়ে খুনের রাজনীতি শুরু করেছে বিজেপি। শান্ত বাংলাকে উত্তরপ্রদেশ গুজরাট বানানোর চেষ্টা হচ্ছে। তবে তা সফল হবে না। মমতা জানিয়েছেন রং না দেখে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। সেইমতো কাজ করছে পুলিশ।” পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে যে গাফিলতির অভিযোগ উঠেছে সেটাও ঠিক নয় বলে জানায় তৃণমূলের প্রতিনিধি দল। তাঁদের দাবি, যে কোনও ঘটনার তদন্ত করতে একটা নির্দিষ্ট সময় লাগে। পুলিশ তদন্ত করছে একজন গ্রেফতার হয়েছে বাকিরাও গ্রেফতার হবে। পাশাপাশি তৃণমূল বিধায়ক সওকত মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, “যারা খুন করেছে তারা বিজেপি আশ্রিত সমাজ বিরোধী। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ওরা বাংলাকে অশান্ত করার যে চেষ্টা করছে তা সফল হবে না। দোষীরা যদি মাটির নিচেও লুকিয়ে থাকে তাহলেও তাঁদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।” এছাড়াও মৃতদের পরিবারকে আর্থিক আশ্বাসও দেওয়া হয়েছে প্রতিনিধি দলের তরফে।

এদিকে স্বপন মাজি-সহ মোট তিনজনকে খুনের ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আফতাবউদ্দিন শেখ। শুক্রবার গভীর রাতে কুলতলি থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও গোটা ঘটনার তদন্তে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। শীঘ্রই বাকি অভিযুক্তরা গ্রেফতার হবে বলে আস্বস্ত করা হয়েছে প্রশাসনের তরফে।


Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version