দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত কমপক্ষে ১৪, আহত বহু

এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলল বন্দুকবাজের হামলা। ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


আরও পড়ুন:প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করলে কী হতে পারে শ্রীলঙ্কার ভবিষ্যৎ?


পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে জোহানেসবার্গের সোয়েটোতে ঘটনাটি ঘটেছে ।পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পানশালা ঘিরে ফেলে। ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। যদিও মোট কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।


সংবাদসংস্থা সূত্রের খবর, পানশালায় গুলির আওয়াজ শোনামাত্রই হুড়োহুড়ি পড়ে যায়। প্রশাসনের তরফে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কতজনের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 


Previous articleMS Dhoni: টিম ইন্ডিয়ার সাজঘরে ধোনি, ইশান কিষানদের দিলেন পরামর্শ, ছবি শেয়ার বিসিসিআইয়ের
Next articleফের নয়া ফতোয়া যোগী সরকারের, কানওয়াড় যাত্রাপথে মাংস বিক্রি নিষিদ্ধ