ভাসছে উত্তর(North Bengal) বিপরীত ছবি দক্ষিণে(South Bengal), এই মুহূর্তে বাংলার আকাশের এই অদ্ভুত বৈপরীত্যে উদ্বিগ্ন নবান্ন (Nabanna)। হাওয়া অফিসের কথা মতো বৃষ্টি আসার যে আশা করা হয়েছিল তা মোটেও ফলপ্রসু হয়নি। এ বছর বৃষ্টির ঘাটতি যে দক্ষিণবঙ্গকে ভোগাবে তার আভাস মিলেছিল আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Department) কথায়। দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতিতে উদ্বেগ বাড়ছে রাজ্য সরকারের (Government of West Bengal)।
নবান্ন সূত্রে খবর, সামগ্রিকভাবে এই বর্ষার মরসুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি হয়েছে এখনো পর্যন্ত ৪৭ শতাংশ। যার মধ্যে সবথেকে বেশি বৃষ্টির ঘাটতি হয়েছে মুর্শিদাবাদ জেলায়, প্রায় ৬৫ শতাংশ। ঘাটতির পরিমাণ হিসাব করলে,
বীরভূম জেলায় ৬৩ শতাংশ
দীয়া জেলায় ৬১ শতাংশ
মালদহ জেলায় ৬৭ শতাংশ।
পরিসংখ্যান সামনে আসার পর চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় এই জেলাগুলিতে ধান চাষে সমস্যা দেখা দিতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর এতেই উদ্বিগ্ন রাজ্য সরকার। এমনিতেই যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তাতে সাধারণ মানুষের পকেটের অবস্থা শোচনীয়। এরপর বৃষ্টির অভাবে সঠিক ফলন না হলে সমস্যা আরও বাড়বে। আশঙ্কা প্রকাশ করার পাশাপাশি কৃষি দপ্তর ও সেচ দপ্তরকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।