Friday, November 7, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোনালেন কালী কথা !

Date:

Share post:

মা কালী নিয়ে যখন সমালোচনার ঝড় সেই সময়েই নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনালেন কালী কথা। যদিও প্রধানমন্ত্রী কারও নাম উল্লেখ করেননি। তবে তিনি বুঝিয়ে দিয়েছেন গোটা দেশ ও তিনি কালী মায়ের ভক্তিতেই সমর্পিত।

প্রধানমন্ত্রী রবিবার ভারচুয়ালি যোগ দিয়েছিলেন রামকৃষ্ণ (Ramakrishna Paramahamsa) মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। সেখান থেকেই তিনি বলেছেন, “রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে স্পষ্ট দেখেছিলেন। মা কালীর চরণে নিজের সর্বস্ব সমর্পণ করেছেন।”

তার কথায়, কালী চেতনা গোটা ভারতের বিশ্বাসে দেখা যায়। এর পরেই মোদি বলেছেন, “কালী চেতনাতেই স্বামী বিবেকানন্দকে প্রদীপ্ত করেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব। এই চেতনাই স্বামী বিবেকানন্দকে পরম শক্তিশালী চরিত্র হিসাবে গড়ে তুলেছে। স্বামী আত্মস্থানন্দের মধ্যেও আমি এই শক্তি দেখেছি।”
মোদি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কালী প্রসঙ্গে বলেছেন, “বিশ্বাস যখন পবিত্র হয়, আদ্যাশক্তি নিজেই আমাদের পথ প্রদর্শন করেন। মা কালীর আশীর্বাদ সবসময় ভারতের সঙ্গে আছে। এই আধ্যাত্মিক শক্তিই আজ ভারতকে বিশ্বকল্যাণের ভাবনায় শক্তি যোগাচ্ছে।”
এরপরই তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তুলনা করে বুঝিয়ে বলার চেষ্টা করেছেন তৃণমূল সাংসদ যেখানে শক্তির আরাধ্য দেবিী কালীকে অপমান করছেন সেখানে মোদী দেবীর প্রতি দেশের মানুষের আস্থা ও ভক্তির কথাই বলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, মহুল ‘কালী’ ছবির পোস্টার নিয়ে লিখেছিলেন, “আমার কাছে কালী মানে যিনি মাংস ভক্ষণ এবং সুরা গ্রহণ করেন। নিজের ভগবানকে তুমি কীভাবে দেখতে চাও তা কল্পনা করার অধিকার রয়েছে। কিছু জায়গা রয়েছে যেখানে ভগবানকে হুইস্কি দেওয়া হয়, আবার কিছু কিছু জায়গায় তা ভগবানের অপমানের সমান।” এই মন্তব্যের পরেই দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছে।
এদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্যে মা কালীর কথা শোনার পরই তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

spot_img

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...