তথ্য গোপন এবং আদালত অবমাননার জেরে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সাজা শোনাল শীর্ষ আদালত। সোমবার তাকে নগদ ২ হাজার টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।নিজের সম্পত্তির বিষয়ে তথ্য গোপন করায় এবং পরিবারের সদস্যদের গোপনে ৪০ মিলিয়ন ডলার পাঠানোর জন্য আদালত অবমাননার মামলা চলছিল। সেই মামলায় শাস্তি পেলেন। ভারতে নিয়ে আসার পর তাঁকে জেলে খাটার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের আরও নির্দেশ, ঠিক সময়ে জরিমানার টাকা না জমা দিলে মাল্যকে আরও দু’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এদিন শীর্ষ আদালত জানায়, তাঁকে ৬,২০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বার বার নির্দেশ অগ্রাহ্য করে সন্তানদের টাকা পাঠিয়েছেন বিজয় মালিয়া।এমনকী অমান্য করেও কোনও অনুশোচনা নেই ব্যবসায়ীর। তাই এই সাজা ঘোষণা করা হল।
আরও পড়ুন: প্রকাশিত হল JEE মেইন এর ফলাফল, কীভাবে জানা যাবে রেজাল্ট?
