প্রকাশিত হল JEE মেইন এর ফলাফল, কীভাবে জানা যাবে রেজাল্ট?

প্রকাশিত হল JEE Main-র ফলাফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA) আজ, সোমবার জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ওয়ানের ফল প্রকাশ করে। এর আগে JEE Main-র ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছিল।  রেজাল্ট দেখা যাবে এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট- jeemain.nta.nic.in – এ।


আরও পড়ুন:কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেই নাকি মিলবে ৪০ কোটি টাকা! কোথায় জানেন?

একনজরে দেখে নিন, ফল দেখতে হলে কী কী করতে হবে-

1.লগ ইন করুন ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-তে

2.হোমপেজে(Homepage)-এ গিয়ে ‘JEE Main 2022 result’লিঙ্ক ক্লিক করুন।

3.সেখানে গিয়ে লগ ইনের ডিটেইলস এন্ট্রি করতে হবে।

4.তারপরই দেখতে পাবেন JEE Main result session 1 এর ফল।

5.Download করুন JEE Mains এর স্কোর কার্ড (June Session)


প্রসঙ্গত, গত ২৪ জুন থেকে ২৯ জুন পর্যন্ত জেইই মেনের পরীক্ষা হয়েছিল। তারপর প্রাথমিকভাবে ‘অ্যানসার কি’ প্রকাশিত হয়েছিল। তারইমধ্যে JEE Main session 2-র রেজিস্ট্রেশন লিঙ্ক আবার চালু করা হয়। শনিবার পর্যন্ত খোলা ছিল সেই লিঙ্ক। এই পরীক্ষা আগামী ২১ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে হবে।


 


Previous articleদাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, থানায় আত্মসমর্পণ স্বামীর
Next articleদুর্যোগ কাটিয়ে ফের শুরু হল অমরনাথ যাত্রা