Saturday, November 15, 2025

Rohit on Kapil Dev: বিরাটের পাশে দাঁড়িয়ে কপিল দেবের মন্তব্যকে একহাত নিলেন রোহিত শর্মা

Date:

কপিল দেব (Kapil Dev) প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিছুদিন আগেই বিরাট কোহলির (Virat Kohli) ভারতীয় দলে (India Team) থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল দেব। ধারাবাহিক ব্যর্থতার পরেও কেন কোহলিকে সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় দলে, সেই নিয়ে প্রশ্ন করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর এবার বিরাটের পাশে দাঁড়িয়ে কপিল দেবের মন্তব্যকে একহাত নিলেন রোহিত।

রবিবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন,” উনি বাইরে থেকে খেলা দেখছেন। দলের ভিতরে কী হচ্ছে সেটা জানেন না। আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা নিয়েই আমরা এই দল তৈরি করেছি। ক্রিকেটারদের পাশে দল সব সময় রয়েছে। এগুলো বাইরে থেকে বোঝা যায় না। তাই বাইরে কে কী বলল তা নিয়ে আমরা চিন্তা করি না। দলের ভিতরে কী হচ্ছে, সেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

এরপাশাপাশি ভারত অধিনায়ক আরও বলেন,” প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারে ভাল-খারাপ সময় আসে। তাতে সেই ক্রিকেটারের মান নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। একজন ক্রিকেটার এত বছর ধরে ভাল খেলেছে। কয়েকটা সিরিজে খারাপ খেললে সে খারাপ ক্রিকেটার হয়ে যায় না। কোহলির অতীতের খেলা আমাদের ভোলা উচিত নয়। আমরা ওর পাশে রয়েছি। বাইরের কোনও সমালোচনাকে আমরা গুরুত্ব দিই না।”

গত তিন বছর ধরে ব‍্যাটে বড় রান নেই কোহলির। তিন ফর্ম‍্যাটেই রান পাচ্ছেন না তিনি। সেই প্রসঙ্গে কিছুদিন আগে কপিল দেব বলেছিলেন,” এখন এমন পরিস্থিতি যে কোহলিকে টি-২০ দলের বাইরে রাখতে হতে পারে। যদি বিশ্বের দু’নম্বর বোলার রবীচন্দ্রন অশ্বিনকে টেস্ট দলের বাইরে রাখা যায়, তা হলে বিরাটকে বাইরে রাখতে সমস্যা কোথায়? শুধু মাত্র বড় ক্রিকেটার হলেই তাকে দলে নিতে হবে, এমন নয়।  যত বড়ই ক্রিকেটারই হোক না কেন, দীর্ঘ দিন রান না করলেও তাকে দলে রাখতে হবে, তার কোনও মানে নেই।”

আরও পড়ুন:India Team: তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের, ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার

 

Related articles

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...
Exit mobile version