Monday, November 17, 2025

Rohit on Kapil Dev: বিরাটের পাশে দাঁড়িয়ে কপিল দেবের মন্তব্যকে একহাত নিলেন রোহিত শর্মা

Date:

কপিল দেব (Kapil Dev) প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিছুদিন আগেই বিরাট কোহলির (Virat Kohli) ভারতীয় দলে (India Team) থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল দেব। ধারাবাহিক ব্যর্থতার পরেও কেন কোহলিকে সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় দলে, সেই নিয়ে প্রশ্ন করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর এবার বিরাটের পাশে দাঁড়িয়ে কপিল দেবের মন্তব্যকে একহাত নিলেন রোহিত।

রবিবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন,” উনি বাইরে থেকে খেলা দেখছেন। দলের ভিতরে কী হচ্ছে সেটা জানেন না। আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা নিয়েই আমরা এই দল তৈরি করেছি। ক্রিকেটারদের পাশে দল সব সময় রয়েছে। এগুলো বাইরে থেকে বোঝা যায় না। তাই বাইরে কে কী বলল তা নিয়ে আমরা চিন্তা করি না। দলের ভিতরে কী হচ্ছে, সেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

এরপাশাপাশি ভারত অধিনায়ক আরও বলেন,” প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারে ভাল-খারাপ সময় আসে। তাতে সেই ক্রিকেটারের মান নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। একজন ক্রিকেটার এত বছর ধরে ভাল খেলেছে। কয়েকটা সিরিজে খারাপ খেললে সে খারাপ ক্রিকেটার হয়ে যায় না। কোহলির অতীতের খেলা আমাদের ভোলা উচিত নয়। আমরা ওর পাশে রয়েছি। বাইরের কোনও সমালোচনাকে আমরা গুরুত্ব দিই না।”

গত তিন বছর ধরে ব‍্যাটে বড় রান নেই কোহলির। তিন ফর্ম‍্যাটেই রান পাচ্ছেন না তিনি। সেই প্রসঙ্গে কিছুদিন আগে কপিল দেব বলেছিলেন,” এখন এমন পরিস্থিতি যে কোহলিকে টি-২০ দলের বাইরে রাখতে হতে পারে। যদি বিশ্বের দু’নম্বর বোলার রবীচন্দ্রন অশ্বিনকে টেস্ট দলের বাইরে রাখা যায়, তা হলে বিরাটকে বাইরে রাখতে সমস্যা কোথায়? শুধু মাত্র বড় ক্রিকেটার হলেই তাকে দলে নিতে হবে, এমন নয়।  যত বড়ই ক্রিকেটারই হোক না কেন, দীর্ঘ দিন রান না করলেও তাকে দলে রাখতে হবে, তার কোনও মানে নেই।”

আরও পড়ুন:India Team: তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের, ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version