Thursday, August 21, 2025

Maharastra: উদ্ধব-শিন্ডে বিরোধে সাময়িক বিরতি, স্পিকারকে পদক্ষেপ না করার নির্দেশ শীর্ষ আদালতের

Date:

মহারাষ্ট্রের দুই শিবিরের কোনও বিধায়কের বিরুদ্ধেই এখন কোনও পদক্ষেপ করা যাবে না। সোমবার, মহারাষ্ট্র (Maharastra) বিধানসভার স্পিকারকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত পর্যবেক্ষণে জানায়, এই মামলায় সাংবিধানিক বেঞ্চ গঠনের প্রয়োজন রয়েছে। এ জন্য কিছু সময় লাগবে। যতক্ষণ না এ নিয়ে আদালত কোনও সিদ্ধান্ত নিচ্ছে, তত ক্ষণ বিধায়কদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। দুই শিবিরই একে অপরের বিধায়কদের বিরুদ্ধে বিধায়ক পদ বাতিলের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। কিন্তু এই ঘটনায় এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মহারাষ্ট্রের স্পিকার (Speaker) রাহুল নরবেকরকে বিষয়টি জানাতে সলিসিটর জেনারেলকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এর পাশাপাশি, শিবসেনার বিদ্রোহী বিধায়কদের সরকার গঠনের আমন্ত্রণ জানানো নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছিল উদ্ধব শিবির। এ নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

উদ্ধব ঠাকরে বনাম একনাথ শিন্ডের লড়াই বেশ কিছুদিন চূড়ান্ত টানাপোড়েন চলেছে মহারাষ্ট্রে। পরিস্থিতি বুঝে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। তারপরই বিজেপির সঙ্গে জোট বেঁধে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন একনাথ শিন্ডে। আস্থাভোটেও বড় ব্যবধানে জয়ী হয় শিন্ডে-বিজেপি (BJP) জোট। কিন্তু তারপরেও টানাপোড়েন থামেনি। দুই শিবিরের লড়াই পৌঁছেছে শীর্ষ আদালতে। তবে, আপাতত কিছুদিনের জন্য সেই বিরোধে বিরতি।

 

 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version