Thursday, August 21, 2025

একমাসের মধ্যে হাট তৈরি চাই: অভিযোগ পেয়ে জেলাপরিষদ সভাধিপতিকে ধমক অভিষেকের

Date:

ধূপগুড়িতে জনসভা করতে আসার পথে জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার শিলিগুড়ি থেকে সড়কপথে ধূপগুড়িতে আসার পথে দোমহনিতে হঠাৎই নেমে পড়েন তিনি ৷ সেখানে একটি গ্রামীন হাট বসে।স্থানীয় বাসিন্দারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে অভিযোগ করেন বারবার পঞ্চায়েত ও জেলা পরিষদের সদস্যদের কাছে অভিযোগ জানালেও মেলে না কোনও সাহায্য। গ্রামীন হাট বন্ধ হয়ে আছে। পরিকাঠামো প্রস্তুত থাকলেও তা ব্যবহার করা হয় না।অভিযোগ পেয়ে অভিষেক গোটা এলাকা ঘুরে দেখেন। কথা বলেন বাসিন্দাদের সঙ্গে।

আরও পড়ুন- মুর্মুর বৈঠকে মুখ পুড়ল বিজেপির, অনুপস্থিত একাধিক বিজেপি সাংসদ ও বিধায়ক

এমনকী, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে সেখান থেকেই ফোন করেন তিনি। রীতিমতো ধমক দিয়ে তার কাছে জানতে চান , কেন কাজ শেষ হয়নি।এক মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়ির ধুপগুড়ি পুরসভার ফুটবল মাঠে কর্মিসভা করেন তিনি। তার আগে মঙ্গলবার সকালে ধুপগুড়ির দোমহনি এলাকার একটি কালীমন্দিরে পুজো দেন। বলেন, “বাংলার মানুষ আমাদের নির্বাচিত করে এনেছে। ওদের ভাল-মন্দের দায়িত্ব আমাদের। এতবার জানানোর পরও কেন কাজ হল না বাজারে? ” স্থানীয়দের আশ্বাস দিয়েছেন, দেড় মাস পরই আবার ধুপগুড়িতে আসবেন তিনি।

এর আগে গতকালই ফালাকাটা বিধানসভার ছোট শালকুমারের বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করেন তিনি। ওই গ্রামটি  ৪৫ দিন ধরে বিদ্যুতহীন ছিল। অনেক অভিযোগ জানিয়েও কোনও সুফল পায়নি ফালাকাটার এই গ্রাম। কিন্তু ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করতেই একদিনে কাজ হাসিল হয়ে গিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ট্রান্সফর্মার বসানো হয়েছে ওই গ্রামে। স্বস্তি পান গ্রামবাসীরা।

 

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version