Sunday, August 24, 2025

করোনার (Kolkata)কাঁটা থেকে কিছুতেই মুক্তি মিলছে না । একের একের পর এক করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এবার পরিস্থিতি বেগতিক বুঝে সেফ হাউস (Safe house)খোলার সিদ্ধান্ত নিল লালবাজার (Lalbazar। একের পর এক রেলকর্মী করোনা আক্রান্ত হওয়ায় রেল পরিষেবা (Railway service)ব্যহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মাঝেই পুলিশেও (Police)করোনার থাবা। আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা, এবার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

লাফিয়ে বাড়ছে করোনা। বাংলায় দৈনিক আক্রান্ত প্রায় ৩০০০ এর কাছাকাছি । এবার করোনার কোপে মহানগরীর পুলিশ। লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৩০ থেকে ৩২ জন কলকাতা পুলিশের (Kolkata police)কর্মী আক্রান্ত। তাই পরিস্থিতির দিকে নজর রেখে , আজ মঙ্গলবার থেকেই বাহিনীর জন্য খোলা হচ্ছে আইসোলেশন সেন্টার বা সেফ হাউস (safe house)। কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে (Kolkata Police Training Academy) এই সেফ হাউস খোলা হচ্ছে বলে জানা গেছে। কলকাতা পুলিশের যে সকল কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের সেখানে রাখার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজন মতো পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে পুলিশের তরফ থেকে জানান হয়েছে। বেশ কয়েকজন উপসর্গহীন করোনা আক্রান্ত, নিজেরা বাড়িতে থেকে চিকিৎসা করছেন। স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯১৫ জন। যা আগের দিনের তুলনায় কম। গতকাল সংখ্যাটা ছিল ২৯৬২ জন ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। প্রসঙ্গত, গত দু’বছর ধরে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে থানার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর বা কনস্টেবল পদমর্যাদার কর্মীরা করোনা আক্রান্ত হয়েছেন। যদিও এবার উপসর্গহীন করোনা রোগীর সংখ্যাই বেশি বলছেন বিশেষজ্ঞরা।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version