Sunday, May 4, 2025

শান্তিনিকেতনে বসে শ্রীলঙ্কার আত্মীয়দের জন্য মন খারাপ চাঁদনির

Date:

বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন বিভাগে শিক্ষা নিতে এসে শান্তিনিকেতনকে (Shantiniketan) আপন করে নিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যেই রয়েছেন চাঁদনি কস্তুরি আরচি। তবে, এখন মন ভালো নেই তাঁর। কারণ, আদতে তিনি শ্রীলঙ্কার (Shrilanka) বাসিন্দা। দেশের এই টালমাটাল পরিস্থিতিতে আত্মীয়দের জন্য শান্তিনিকেতনের অ্যাণ্ড্রুজপল্লিতে দুশ্চিন্তায় রয়েছেন চাঁদনি কস্তুরি আরচি (Chandni Kasturi Archi)।

শ্রীলঙ্কার কালুতারা জেলার হরানা শহরে জন্ম চাঁদনির। বিশ্বভারতীর সঙ্গীত ভবনে কথাকলি নৃত্য নিয়ে পড়তে আসেন তিনি৷ তারপর এখানেই বিয়ে করে থেকে যান। ২০১৯-এ শেষবার শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি। ছেলে লাহিরু সাতসরের জন্মও কলম্বোতেই৷ বর্তমানে শান্তিনিকেতনের অ্যান্ড্রুজপল্লিতে থাকলেও মন পড়ে রয়েছে স্বদেশে থাকা বিপন্ন আত্মীয়স্বজনদের কাছে।

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির জন্য সে দেশের সরকারই দায়ী করেন চাঁদনি। জানান, তাঁর দিদি কলম্বোতে থাকেন। পেট্রোল কিনতে গেলে গাড়ি রেখে সারা রাত অপেক্ষা করতে হচ্ছে। চাঁদনির পুত্র লাহিরু জানান, দুধ পাওয়া যাচ্ছে না শ্রীলঙ্কায়। বর্তমানে শ্রীলঙ্কায় মানুষজনের হাতে টাকা থাকলেও নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না à§· জ্বালানি, খাদ্যদ্রব্যের দাম কয়েকগুণ বেড়ে গিয়েছে à§· দেশের এই পরিস্থিতির জন্য সরকারের ভুল সিদ্ধান্ত ও ব্যবস্থাপনাকেই দায়ী করছেন তিনি। বলেন, “পরিবারের সবার সঙ্গেই কথা হয়৷ খুবই চিন্তায় আছি। দেশের এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী৷ টাকা থাকলেও জিনিস কিনতে পারছে না কেউ à§· ফুয়েলের এত দাম, কেউ কোথাও যেতে পারছে না à§· দেশের জনগণ যদি আরও আগে সজাগ হত, ভালো হত । পরিস্থিতি স্বাভাবিক হোক এটাই চাইছি ।” সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে এমনটা হত না -মত তাঁদের।


Related articles

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...
Exit mobile version