Sunday, August 24, 2025

এনডিএ-র রাষ্ট্রপতি পদে মনোনিত হওয়ার পর সমর্থন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ফোন করেছিলেন দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। মমতাও জানিয়েছিলেন আগে জানলে সমর্থনের বিষয়ে ভেবে দেখতেন তিনি। এবার কলকাতায় এসে বিজেপির বিধায়ক সাংসদের সঙ্গে সাক্ষাত পর্বে বক্তব্য শেষে এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী(Presidencial Candidate) দ্রৌপদী মুর্মুর গলায় শোনা গেল ‘জয় বাংলা'(Jay Bangla) স্লোগান। দ্রৌপদী মুর্মুর মুখে এই স্লোগান শুনে কার্যত ‘বিমর্ষ’ হয়ে পড়ল আমরা-ওরায় বিভক্ত বঙ্গ বিজেপি(BJP)।

মঙ্গলবার কলকাতার হোটেলে রাজ্য বিজেপির নির্বাচিত সাংসদ ও বিধায়কদের সঙ্গে সাক্ষাত করেন দ্রৌপদী মুর্মু। সেখানেই তিনি বলেন, “আমি মনে করি বাংলার হৃদয় অনেক বড়, ২৯৪ জন বিধায়কই আমাকে ভোট দেবেন।” নিজের বক্তব্য শেষ করার পর স্লোগান দিয়ে তিনি বলেন, ভারত ‘মাতা কি জয়’, ‘জয় ভারত’ এবং ‘জয় বাংলা’। মুর্মুর মুখে এই স্লোগান শুনে কিছুটা চমকে ওঠেন সেখানে উপস্থিত বিজেপি নেতৃত্বরা। নেতাদের মধ্যে শুরু হয় গুঞ্জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে রাজ্য বিজেপি নেতারা বিরোধিতায় সরব হলেও, রাষ্ট্রপতি পদপ্রার্থীর মুখে এই স্লোগান শুনলেও তাঁর ভুল ভাঙাতে দেখা যায়নি কাউকে। বরং বঙ্গ বিজেপিকে একটু হতাশই দেখায়।

উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জনসভার শেষে এই স্লোগান তোলেন। যা নিয়ে বিজেপির আপত্তি কম নেই। তাঁদের অভিযোগ এটা বাংলাদেশের স্লোগান। এবং এই স্লোগান ব্যবহার করে রাজ্যকে বাংলাদেশ বানানোর পরিকল্পনা চলছে। যদিও বিজেপির এই ঘৃণ্য রাজনীতি মানুষের মধ্যে কোনও প্রভাব ফেলেনি। বরং তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিজেপিও ব্যর্থতা মেনে নিয়ে এবিষয়ে আর কথা বাড়ায়নি। এবার রাজ্যে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যত সেই বিজেপির মুখেই কালি মাখালেন এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version