Friday, November 28, 2025

ইংল‍্যান্ডে ভারতীয় বোলারদের দাপট, ইংরেজদের ১০ উইকেটে হারাল রোহিত শর্মার দল

Date:

Share post:

নেভিল কার্ডাস বহু দিন আগে বলেছিলেন স্কোরবোর্ড একটা গাধা! ওটা কখনও সত্যি কথা বলে না। কী নির্মম সত্যি। মেরেকেটে কয়েক সপ্তাহ। আয়ারল্যান্ড গিয়ে ৪৯৮ রান তুলে দিয়েছিলেন জনি বেয়ারস্টোরা। ধন্য ধন্য পড়েছিল ইংল্যান্ড-জুড়ে। কেউ বলছেন স্টোকসদের কাছে পাঁচশোও কোনও ব্যাপার নয়। কেউ বললেন এই দলকে  রোখা যাবে না। আড়ালে নিশ্চয়ই মুচকি হেসেছিলেন কিংবদন্তি ক্রিকেট লিখিয়ে।

ওভালে রোহিত আর শিখর যখন ভারতকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন, মনে হচ্ছিল কী দূরদর্শী ছিলেন কার্ডাস সাহেব।  উনি বলে গিয়েছেন, লিপিবদ্ধ পরিসংখ্যান কিস্যু না। না হলে বুমরার গোলাগুলির সামনে বাটলারদের এই ভরাডুবি হয় না।

১১১ তাড়া করতে গিয়ে রোহিতদের মনেই হল না উইলি-টপলি-ওভারটনরা কোনও ফ্যাক্টর। রোহিত  করলেন ৭৬। সঙ্গী শিখরের রান ৩১। দু’জনেই নট আউট। ৩১.২ ওভার বাকি রেখে ভারত প্রথম ম্যাচ জিতল ১০ উইকেটে।

একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের সর্বনিম্ন রান ৮৬। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১-এ এই রানে অল আউট হয়ে গিয়েছিল তারা। ওভালে ইংল্যান্ড ইনিংস শুরু হওয়ার পর থেকে এটাই সবার মাথায় ঘুরল। পরপর উইকেট পড়ছে। এটাই স্বাভাবিক ভাবনা। শেষপর্যন্ত অবশ্য লজ্জার অধ্যায় ওভাল পর্যন্ত গড়ায়নি। ইংল্যান্ড ইনিংস শেষ করল ১১০ রানে। বুমরাহর ১৯ রানে ৬ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে এটাই সেরা বোলিং। এর আগে ২৩ রানে ৬ উইকেট ছিল আশিস নেহরার।

টসের পর ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার বলছিলেন, এটা তাঁর গর্বের ম্যাচ। তখনও জানেন না গর্বের ম্যাচ একটু বাদে দুঃস্বপ্নের ম্যাচে পর্যবসিত হবে। তখন কে ভেবেছিল ইংল্যান্ডের অর্ধেক ইনিংস ২৭ রানে শেষ হবে। একটাও জুটি তৈরি হল না গোটা ইনিংসে। হলে ইংল্যান্ডকে এত কম রানে ইনিংস শেষ করতে হত না।

বুমরাহ-শামি মেঘলা আকাশের নিচে অনেকটা বল সুইং করালেন। ৭ রানের মধ্যে ইংল্যান্ড হারাল জেসন রয় (০), জো রুট (০) ও বেন স্টোকসকে (০)। রয় আর রুটকে পরপর তুলে নিয়ে বুমরা যে ভয়ঙ্কর চাপ তৈরি করেছিলেন, তাতে তাল মেলালেন শামি। একদিনের ক্রিকেটে যাঁর ১৫০ উইকেট হয়ে গেল। স্টোকস, বাটলার (৩০) এবং ওভারটন (৮) শামিরই শিকার হলেন। বিপর্যয় সামলাতে বেয়ারস্টো (৭) ও লিভিংস্টোনের (০) উপর আশা ছিল ইংল্যান্ডের। বেয়ারস্টো জীবনের সেরা ফর্মে রয়েছেন। কিন্তু বিধ্বংসী বুমরাহর সামনে তিনিও এদিন সুবিধা করতে পারেননি।

রোহিত টসে জিতে আগে বল করতে সিদ্ধান্ত নেন আকাশের দিকে তাকিয়ে। উপরে মেঘের চাদর। উইকেটের নিচে ঈষৎ ড্যাম্প ভাব। দুইয়ে মিলে বুমরাহ, শামি আর প্রসিধ কৃষ্ণ কোণঠাসা করে দিলেন ইংল্যান্ডকে। এই ইংল্যান্ড কয়েক সপ্তাহ আগে আয়ারল্যান্ডে সিরিজ জিতে এসেছে। কিন্তু মঙ্গলবার তার কোনও ছাপ বাটলারদের খেলায় পড়েনি। বুমরাহর হাতে শেষ হয়ে গেলেন তাঁরা। শামির তিন ও প্রসিধের এক উইকেট। ২৫.২ ওভারে শেষ হয়েছে ইংল্যান্ডের ইনিংস।

আরও পড়ুন- India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন বুমরাহ, ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রানের রেকর্ড ইংরেজদের

 

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...