Saturday, May 3, 2025

মঙ্গলবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে সোমবারই উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে কেন্দ্র করে পাহাড়ে সাজো সাজো রব। দার্জিলিং-এ পৌঁছনোর পর মমতাকে অভ্যর্থনা জানান পাহাড়বাসী। মঙ্গলবার GTA-এর শপথ গ্রহণের অনুষ্ঠানে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, সেদিকে তাকিয়ে তাঁরা।


আরও পড়ুন:মোদির রাজ্যে শিক্ষার একি হাল! একলাইন ইংরাজি অনুবাদ করতেই গলদঘর্ম প্রধান শিক্ষক

শান্তিপূর্ণভাবেই পাহাড়ে GTA নির্বাচন সম্পন্ন হয়েছে। জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে ২৭টিতে জয়ী হয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আর প্রথমবার জিটিএ ভোটে লড়েই ১০টি আসনে প্রার্থী দিয়ে ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। মঙ্গলবার দার্জিলিং-এর ম্যালে বেলা ১১টা থেকে শপথবাক্য পাঠের অনুষ্ঠান শুরু হবে। নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার অজিতরঞ্জন বর্ধন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন জিটিএ-র রাশ হাতে নেওয়া ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা। সেই অনুষ্ঠানে যোগ দিতেই গতকাল পাহাড়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।

পাহাড়ের উন্নয়নের অন্যতম কারিগরি শক্তিই হল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন(GTA)। তাই পাহাড়ের মানুষ উন্নয়ন নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। পাহাড়বাসীর জন্য মুখ্যমন্ত্রী এবার কী উন্নয়নের বার্তা দিতে চলেছেন, সেদিকেই তাকিয়ে পাহাড়বাসী।


প্রসঙ্গত,এবারের মুখ্যমন্ত্রীর পাহাড় সফর ছিল একটু অন্যরকম। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে পোস্টার, ব্যানারে মুড়ে ফেলা হয়েছে গোটা পাহাড়। কার্শিয়াং-এ তাঁকে স্বাগত জানান অনীত থাপা। মুখ্যমন্ত্রীও সকলকে অভিবাদন জানান।

 


Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...
Exit mobile version