অভিষেকের নির্দেশের পর ময়নাগুড়ির হাটে হাজির জেলা সভাধিপতি

১ নম্বর ব্লকের দোমহনি হাটের কাজ অসম্পূর্ণ দেখে স্থানীয়দের কাছ থেকেই ফোন নম্বর চেয়ে অভিষেক সটান ফোন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণকে। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি

মঙ্গলবার শিলিগুড়ি থেকে ধূপগুড়িতে দলীয় সভায় যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় জলপাইগুড়ির তিস্তা সেতু পেরিয়ে দোমহনি হাটের কাছে হঠাৎই দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সটান তিনি হাটের মধ্যে ঢুকে যান। অভিষেককে কাছে পেয়ে মন খুলে তাঁদের সুবিধা অসুবিধার কথা বলেন।

সেখানে দাঁড়িয়ে ১ নম্বর ব্লকের দোমহনি হাটের কাজ অসম্পূর্ণ দেখে স্থানীয়দের কাছ থেকেই ফোন নম্বর চেয়ে অভিষেক সটান ফোন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণকে। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। জানিয়ে দেন, তিনি আবার এসে খোঁজ নেবেন, কাজ কতদূর এগোল।

আরও পড়ুন- Rohit Sharma: মানবিক রূপ রোহিতের, মঙ্গলবার ম‍্যাচের পর সকলের মন জয় করলেন হিটম‍্যানের

অভিষেকের সেই নির্দেশের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই
ময়নাগুড়ি দোমহোনি পুরাতন বাজার হাট পরিদর্শনে এলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। আজ, বুধবার তাঁর সঙ্গে ছিলেন বিভিন্ন জন প্রতিনিধি-সহ ইঞ্জিনিয়াররা। অভিষেকের নির্দেশ মোতাবেক এদিন ওই এলাকায় এসে হাট পরিদর্শন করে সভাধিপতি জানিয়েছেন, দ্রুত এই হাটের বেহাল পরিস্থিতি সংস্কার করা হবে। বলে তিনি জানিয়েছেন।