Tuesday, November 11, 2025

মধ্যবিত্তর উপর চাপ কেন্দ্রের, আগামী সপ্তাহ থেকেই বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম

Date:

হুড়মুড়িয়ে বাড়ছে পেট্রল–ডিজেলের দাম বেড়েই রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে রান্নার গ্যাসের দাম। একটা রান্নার গ্যাস কিনতে হলে গুণতে হচ্ছে ১ হাজার ৭৯ টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় থেকে শাক–সবজির দাম।আর এই বাড়তে থাকা দাম নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের।  স্বল্প আয় আর বাড়তে থাকা খরচের মাঝে পড়ে নাকানিচোবানি খাচ্ছে আমজনতা। এরই মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, পরের সপ্তাহ থেকে দ্রব্যমূল্যের দাম আরও বাড়তে চলেছে।


আরও পড়ুন:গুরু পূর্ণিমার পূণ্যতিথিতে সকাল থেকেই উপচে পড়া ভিড় বেলুড় মঠে

ক্রমবর্ধমান মূল্যস্ফীতির জেরে জেরবার দেশ । আর এরইমধ্যে পণ্যদ্রব্যের দাম বাড়তে থাকায় ফের পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তর।  GST-এর ৪৭ তম বৈঠকের পরে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন আগামী ১৮ জুলাই থেকে কিছু নতুন পণ্য এবং কিছু পণ্য ও পরিষেবার উপর GST-এর হার বাড়বে । দাম বাড়তে চলেছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের। দৈনন্দিন নানা খাদ্যদ্রব্যের জন্য এবার থেকে আরও বেশি দাম দিতে হবে।

পনির, লস্যি, বাটার মিল্ক, প্যাকেটজাত দই, গমের আটা, অন্যান্য শস্য, মধু, পাঁপড়, খাদ্যশস্য, মাংস এবং মাছ ,মুড়ি এবং গুড়ের মতো প্রি-প্যাকেজড লেবেল সহ কৃষিপণ্যের দাম বাড়তে চলেছে ১৮ জুলাই থেকে।এই পণ্যগুলির উপর কর বাড়ানো হয়েছে। বর্তমানে, ব্র্যান্ডেড এবং প্যাকেটজাত খাদ্যদ্রব্যের উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হয়। যদিও প্যাক ছাড়া এবং লেবেলবিহীন পণ্যগুলি করমুক্ত।

একনজরে দেখে নিনি কোন কোন দ্রব্যের দাম বাড়বে-

  • টেট্রা প্যাক দই, লস্যি এবং বাটার মিল্কের দাম বাড়বে কারণ ১৮ জুলাই থেকে এর উপর ৫% জিএসটি ধার্য হবে, যা আগে প্রযোজ্য ছিল না।
  • চেকবুক ইস্যু করতে ব্যাঙ্ক আগে যে পরিষেবা কর নিত তার উপর এখন ১৮% জিএসটি বসানো হবে।
  • হাসপাতালে ৫,০০০ টাকার বেশি (নন-আইসিইউ) মূল্যের ঘর ভাড়া করা হলে ৫ শতাংশ জিএসটি ধার্য করা হবে।
  • এগুলি ছাড়াও এখন অ্যাটলাস সহ মানচিত্রেও ১২ শতাংশ হারে জিএসটি ধার্য করা হবে।
  • প্রতিদিন ১,০০০ টাকার কম ভাড়ার হোটেলের রুমে ১২ শতাংশ জিএসটি ধার্য করা হবে, যা এর আগে ধার্য করা হয়নি।
  • এলইডি লাইট এলইডি ল্যাম্পে ১৮ শতাংশ জিএসটি বসানো হবে, যা আগে প্রযোজ্য ছিল না।
  • ব্লেড, কাগজ কাটার কাঁচি, পেন্সিল শার্পনার, চামচ, কাঁটা চামচ, স্কিমার্স এবং কেক-সার্ভারের উপর আগে ১২ শতাংশ জিএসটি ছিল, যা বেড়ে হচ্ছে ১৮ শতাংশ৷


 


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version