Friday, May 23, 2025

পিএম কেয়ার্স ফান্ড(PM CARES Fund) নিয়ে দেশে বিতর্ক কম নেই। বার বার এই ফান্ড নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার এই ফান্ডের খরচ নিয়ে প্রশ্ন তোলায় মাত্র এক পাতার জবাব দিল কেন্দ্র সরকার। যার জেরে দিল্লি হাইকোর্টের(Delhi Highcourt) প্রবল ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় সরকারকে। শুধু তাই নয় আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, চার সপ্তাহের মধ্যে এই ফান্ডের বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টে পিএম কেয়ার্স ফান্ড নিয়ে একটি মামলা ওঠে বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্মণ‌্যম প্রসাদের বেঞ্চে। সেখানেই আদালতের তরফে কেন্দ্রের আইনজীবীকে বলা হয়, “আপনারা এই মামলায় একটি জবাব ফাইল করেছেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মাত্র এক পাতার জবাব! মামলাকারীর তরফে যে বরিষ্ঠ আইনজীবী সওয়াল করছেন তাঁর জবাবের লেশমাত্র এখানে নেই। আমরা এ বিষয়ে এই নির্দেশ দিতে বাধ‌্য হচ্ছি যে, মামলাকারীর তরফে যে যে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে তার প্রতিটির জবাব দিতে হবে।” আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ৪ সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রকে। ১৬ সেপ্টেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে করোনা অতিমারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নির্দেশে পিএম কেয়ার্স ফান্ড গঠন করা হয়। অতিমারীর কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রধানত তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই ফান্ড। সেই ফান্ডে জমা পড়া বিপুল অনুদান ও তার ব‌্যবহার নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। কয়েকমাস আগে তথ্য জানার অধিকার তথা আরটিআইয়ের উত্তরে খোদ স্বাস্থ্য মন্ত্রক থেকে জানা যায়, টিকা সংক্রান্ত গবেষণা ও অন্যান্য খাতে ১০০ কোটি টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল ‘পিএম কেয়ার্স ফান্ড’ তা তারা রাখেনি। সেই ইস্যুতেই প্রশ্ন তুলে মামলা দায়ের করেন আইনজীবী সম‌্যক গাঙ্গোয়াল।


Related articles

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...

‘দেশদ্রোহী’ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের!

বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আর পড়াশুনা করতে পারবেন না বিদেশিরা। নয়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের (Donald...

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনা, রাস্তায় আছড়ে পড়ল প্লেন! একাধিকের মৃত্যুর আশঙ্কা

আকাশ থেকে বিমান হুড়মুড়িয়ে আছড়ে পড়লো রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বিমান থেকে জ্বালানির অংশ ছিটকে...

প্রযোজক-পরিচালকের অজান্তেই ‘চুরি’ আস্ত বাংলা সিনেমা! অভিযোগ দায়ের লালবাজারে

বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment industry) একি কাণ্ড, পরিচালক বা প্রযোজককে না জানিয়ে একটা গোটা বাংলা সিনেমা (Bengali...
Exit mobile version