যুদ্ধের কালো মেঘ কিছুটা হলেও কেটে গিয়েছে লাদাখে(Ladakh)। তবে একেবারে স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এহেন অবস্থার মাঝে ফের একবার শান্তির লক্ষ্যে বৈঠকে বসতে চলেছে ভারত(India) ও চিনের(China) সেনাবাহিনী। আগামী ১৭ জুলাই এই বৈঠক হতে চলেছে বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, দুই দেশের মধ্যে ইতিমধ্যেই ১৫ দফা বৈঠক সম্পন্ন হলেও এখনও পর্যন্ত মেলেনি কোনও রফাসূত্র। এই পরিস্থিতিতে আসন্ন বৈঠকের উদ্দেশ্য পূর্ব লাদাখে (Ladakh) প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষের কেন্দ্রগুলি থেকে সেনা প্রত্যাহার ও শান্তি বজায় রাখা। লালফৌজের সঙ্গে আলোচনায় ভারতের প্রতিনিধিত্ব করবেন ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ সেনগুপ্ত। সূত্রের খবর, লাদাখ সীমান্তের চুশুল-মলডো বর্ডার পয়েন্টে আলোচনায় বসবে দুই পক্ষ।

উল্লেখ্য, কিছুদিন আগেই সীমান্ত সমস্যার সমাধান চেয়ে বৈঠকে বসেন ভারত এবং চিনের বিদেশমন্ত্রী। জি-২০ দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনে (G-20 Summit) যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সেখানেই চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র (Wang Yi) সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেন তিনি। নিজেই টুইট করে বৈঠকের কথা জানান জয়শংকর। তারপরই আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে দুই দেশের সেনাবাহিনী।
