Tuesday, May 20, 2025

পাহাড়ে চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, খুদেদের দিলেন মমতাময়ী স্পর্শ

Date:

Share post:

পাহাড়ে চেনা মেজাজেই ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং সফরের তৃতীয় দিনে রিচমন্ড হিল থেকে হাঁটতে বেরিয়ে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী। আজ সকাল ১০টা নাগাদ তিনি হাঁটতে বের হন। এরপর কোথাও শিশুদের আদর করেন। খুদেদের হাতে চকোলেটও তুলে দেন। কোথাও সবজির দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে দাম নিয়ে খোঁজ নেন তিনি।পর্যটকদের আবদার মেটাতে তাঁদের সঙ্গে ছবিও তোলেন তিনি।


আরও পড়ুন:ডায়মন্ড হারবারের পাশাপাশি ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি এবার উত্তরেও, ঘোষণা অভিষেকের


এদিন সকালে জাকির হুসেন রোড, নেহেরু রোড ধরে হাঁটতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ি রাস্তা ধরে একটানা দু’ঘণ্টা হাঁটেন তিনি। কথা বলেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে। কচিকাঁচাদের আদর করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁদের হাতে তুলে দেন চকোলেট। এক শিশুকে কোলে নিয়েও ছবি তোলেন। মুখ্যমন্ত্রী এত কাছে পেয়ে আপ্লুত পাহাড়বাসী। খুদেদের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমান বড়রাও। মমতাকে দেখে বাড়ির ছাদ থেকেও হাত নাড়েন সাধারণ মানুষ। কেউ কেউ তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন। সাধারণ মানুষকে এদিন গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।


হাঁটতে হাঁটতে নিত্যপণ্য এবং শাক-সবজির দোকানেও গিয়ে হাজির হন মমতা। জিনসপত্রের কত দাম, আগে কত ছিল, এখন কত বেড়েছে, এসব জানতে চান ব্যবসায়ীদের কাছে। পাহাড়ে চাষবাসের কী অবস্থা তাও খুঁটিয়ে জানতে চান। এমনকি সকলের সঙ্গে নিজস্বী তোলার আবদারও মেটান মমতা।

 


spot_img

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...