Sunday, January 25, 2026

ইস্তফা দেওয়ার আগেই স্ত্রীকে নিয়ে দেশ ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

Date:

Share post:

কথা রাখলেন না। বুধবার ইস্তফা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই স্ত্রীকে নিয়ে কার্যত পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু স্ত্রীকে নিয়ে কোথায় গেলেন তিনি?


আরও পড়ুন: NASA: আনুমানিক ১৩৮০ কোটি বছর আগের ব্রহ্মাণ্ডের ছবি ধরা পড়ল টেলিস্কোপে!


সংবাদসংস্থা সূত্রের খবর, সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া প্রতিবেশী দেশ মালদ্বীপে চুপিচুপি পালিয়ে গিয়েছেন তিনি। শ্রীলঙ্কার এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে প্রেসিডেন্ট তাঁর স্ত্রী ও এক দেহরক্ষীকে নিয়ে দেশ ছেড়েছেন।

প্রসঙ্গত, অর্থনৈতিক সঙ্কটে জেরবার দ্বীপরাষ্ট্র। দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রতিবাদে মুখর হয়েছেন, জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভের মুখেই কলম্বোর বাসভবন ছেড়ে পালিয়েছিলেন প্রেসিডেন্ট। বুধবার তাঁর পদত্যাগের কথা ছিল। যদিও তার আগে স্ত্রীকে নিয়ে বহুবার দেশ ছড়ার চেষ্টা করেন গোতাবায়া। প্রেসিডেন্ট থাকাকালীন তাঁকে গ্রেফতার করার বিধান নেই। পদত্যাগের আগেই মঙ্গলবার দুবাই পালানোর পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বারবার ভেস্তে গিয়েছিল পরিকল্পনা।

এর আগে গোতাবায়া শর্ত রেখেছিলেন,  তাঁকে নিরাপদে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিলে তবেই তিনি পদত্যাগ করবেন। এই বিষয়টি নিয়ে বিরোধীদের সঙ্গে বৈঠকও করেন পার্লামেন্টের স্পিকার। বিরোধীরা তাঁর এই দাবি মানতে রাজি হননি। এরপরই তাঁর দেশ ছেড়ে পালানোর খবর প্রকাশ্যে আসে। সংবাদসংস্থা সূত্রের খবর, সামরিক বিমানে গোতাবায়া ও তাঁর স্ত্রী ছাড়াও ২ দেহরক্ষী ছিলেন।

 


spot_img

Related articles

হু-কে বদনাম করেছে আমেরিকা: কড়া জবাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে আমেরিকার(America) বিরুদ্ধে বিস্ফোরক হু। হু-এর দাবী, আমেরিকার...

২ লক্ষ ছুঁয়ে ফেলতে পারে সোনার দাম! মাথায় হাত বাঙালির 

মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা (Gold), যত দিন যাচ্ছে ততই মহার্ঘ হয়ে উঠছে হলুদ ধাতু। গত এক বছরে দ্বিগুণ...

আগুনে বোলিংয়ে নির্বাচকদের জবাব দিলেন শামি, রঞ্জির নক আউটে বাংলা

কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে (Ranji Trophy) সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার (Bengal) দাপুটে জয়। ব্যাট হাতে সুদীপ চ্যাটার্জীর অসাধারণ ইনিংস...

BLO অ্যাপের ভুল! তা সত্ত্বেও SIR শুনানির হয়রানি, চোখে আঙুল দিয়ে দেখালেন শশী

সাধারণ মানুষের সব নথি সঠিক থাকা সত্ত্বেও কেউ আনম্যাপড, কেউ লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় পড়েছেন। নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে...