Monday, August 25, 2025

সারদা কেলেঙ্কারিতে শুভেন্দুর ভূমিকা খতিয়ে দেখুক CBI, হাইকোর্টে দাখিল জনস্বার্থ মামলা

Date:

ফের অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সারদা কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। জনৈক আইনজীবীর আর্জি, সারদা কাণ্ডে শুভেন্দুর ভূমিকা খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ করুক সিবিআই। মামলা গৃহীত হয়েছে হাইকোর্টে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

সারদা কাণ্ডে সরাসরি শুভেন্দুর যোগ আছে বলে বারেবারে অভিযোগ উঠেছে। খোদ সারদাকর্তা সুদীপ্ত সেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে তাঁর দ্বিতীয় চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ্য করে তাঁর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে টাকা হাতানোর অভিযোগ তুলেছেন। এই মর্মে আদালতের কাছে সুবিচার চেয়ে তদন্তের আর্জি জানিয়েছেন সারদাকর্তা। সেই কথা সংবাফ মাধ্যমকেও বলেছেন সুদীপ্ত সেন। এমনকী, ব্ল্যাকমেল করে শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলেও দাবি করেছেন সুদীপ্ত সেন। এই সমস্ত কিছুর প্রেক্ষিতে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত চেয়ে।

প্রসঙ্গত, সারদাকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে আগেই সরব হয় তৃণমূল। এদিন শুভেন্দুর জনস্বার্থ মামলা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আমরা আগেই বলেছিলাম শুভেন্দুর মতো চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলারকে হেফাজতে নিয়ে সারদা কাণ্ডে সিবিআইয়ের তদন্ত করা উচিত। যেখানে সুদীপ্ত সেন নিজে শুভেন্দুর নাম নিয়েছে। তাই খতিয়ে দেখা তো দূরের কথা, শুভেন্দুর গ্রেফতারের দাবি করেছি আমরা। সুদীপ্ত সেন নিজে বলেছে কাঁথিতে কী ভূমিকা ছিল শুভেন্দু ও তার ভাইদের।”

কুণালের সংযোজন, “কাঁথি বাতিস্তম্ভ, শ্মশান জমি দুর্নীতিতেও অধিকারীদের নাম জড়িয়েছে। পুলিশ তদন্ত করছে। আর শুভেন্দু যে চোর সেটা প্রথম বলেছে বিজেপি। ২০১৬ সালে বিজেপি দফতরে স্ক্রিন টাঙিয়ে শুভেন্দুর নারদার টাকা নিতে দেখানো হয়েছে।”

 

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version