Thursday, August 28, 2025

পড়ুয়াদের আইআইটিতে চাকরির নামে প্রতারণা, হাতেনাতে গ্রেফতার ৪ প্রতারক

Date:

খড়গপুর আইআইটিতে চাকরির একধিক পদে নিয়োগের নামে  ভুয়ো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।  লক্ষাধিক টাকার প্রতারণার জাল ফেঁদেছিল প্রতারকরা। কিন্তু শেষ পর্যন্ত হোটেল থেকে হাতেনাতে ধরা পড়ল চারজন।
প্রতারিত ছয় পড়ুয়ার অভিযোগ , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেডিক্যাল ল্যাবটারি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে বলে শুভাশিস দাস ও ভিকি হাজারি নামে দু’জন টোপ দিয়েছিল। ভিকি আলিপুরদুয়ারের এবং শুভাশিস কোচবিহারের বাসিন্দা। এই চাকরিতে ২৪ হাজার ৬৫০ টাকা বেতন এবং  দ্রুত নিয়োগ হবে বলে জানায় প্রতারকরা।

জানা গিয়েছে,  এই চাকরির টোপ দিয়ে ওই পড়ুয়াদের কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা নেওয়া হয়। এরমধ্যে অগ্রমি টাকা দিলে নিয়োগপত্র হাতে দেওয়া হবে বলে জানায় দু’জন। এই প্রলভনেই পা দেয় উজ্জ্বল বর্মন, অলোকেশ বর্মন, রাজেশ্বর সরকার, কৌশিক রায়, বিশ্বজিৎ বিশ্বাস এবং মিথিংগা নাজিনারী নাম ছয় যুবক। উজ্জ্বলের থেকে ৩ লক্ষ টাকা নেওয়া হয়। প্রতারকরা জানায় খড়গপুর পৌঁছলেই নিয়োগপত্র পেয়ে যাবেন।

ওই দুই প্রতারকের কথা মতো ছয় যুবক খড়গপুর পৌঁছায়। প্রতারকের আরও চার সদস্য খড়গপুরে ছিল। ছজনকে তারা একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই হাতে দেয় নিয়োগপত্র। ১২জুলাই ছিল তাঁদের চাকরিতে যোগ দেওয়ার দিন। কিন্তু উজ্জ্বল ছাড়া বাকিরা পুরো টাকা দিতে না পারায় শুভাশিস এবং ভিকির দলের চার সদস্য তাদের চাপ দিতে থাকে। তখনই ওই ছয় যুবক বুঝতে পারেন প্রতারকদের ফাঁদে পড়েছেন তাঁরা। ওই ছয় যুবকের মধ্যে একজন মিথিঙ্গা নাজিনারী খড়গপুরে তাঁর এক আত্মীয়কে পুরো বিষয়টি জানান। তাঁরাই খবর দেন খড়গপুর টাউন থানায়। এরপরই হোটেল থেকে ওই প্রতারকদের গ্রেফতার করা হয়।

 

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version