Tuesday, May 6, 2025

দেশের মুকুটে নয়া পালক। ভারতীয় মুদ্রা(Indian rupee ) দিয়েই এবার আমদানি- রফতানি ( import- export), আন্তর্জাতিক লেনদেন সবটাই হবে ।আর ভরসা করতে হবে না বিদেশী মুদ্রার উপর। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) ভারতীয় টাকাকে নতুন গুরুত্ব দিতে চলেছে। শীর্ষ ব্যাঙ্ক ঘোষণা করেছে, টাকার মাধ্যমেই যাতে আন্তর্জাতিক লেনদেন (International transaction) করা যায় তেমন ব্যবস্থা চালু করা হচ্ছে। এই সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে আরবিআই (RBI)।

গত কয়েকদিন ধরেই ডলারের অনুপাতে টাকার দাম অনেকটাই নিম্নমুখী। যা নিয়ে চিন্তায় পড়েছিলেন বিশেষজ্ঞরাও। এবার ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। RBI এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, ভারতের রফতানি বাণিজ্য-সহ সার্বিক আন্তর্জাতিক ব্যবসা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক ব্যবসায় যুক্তদের মধ্যে ভারতীয় মুদ্রায় লেনদেনের ইচ্ছা দেখা যাচ্ছিল। সেটা মাথায় রেখেই এই নতুন ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে বর্তমান ব্যবস্থার পাশাপাশি ইনভয়েসিং, পেমেন্ট এবং আমদানি বা রফতানির সেটেলমেন্ট ভারতীয় মুদ্রার মাধ্যমে করা যাবে।

প্রসঙ্গত, কোনও দেশের মুদ্রাকে তখনই ‘আন্তর্জাতিক’ বলা হয়, যখন তার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ লেনদেন করতে চায়। এ ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য আমেরিকার ডলার। এর পরেই রয়েছে ইউরোপের মুদ্রা ইউরো। ভারতীয় মুদ্রা অতীতেও আন্তর্জাতিক লেনদেন ব্যবহার হয়েছে।১৯৬০-এর দশকে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং ওমান ভারতীয় টাকা গ্রহণ করত। কিন্তু পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। তবে এবার ভারতে নতুন করে সেই প্রক্রিয়া চালু হচ্ছে। এবার বাংলাদেশের সঙ্গে পণ্য কেনাবেচায় ডলারের পরিবর্তে রুপিতে লেনদেনে আগ্রহী ভারত। যদি এটা বাস্তবায়িত হয় সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশের (India and Bangladesh) ব্যবসায়ীদের দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানির জন্য এখন যে ডলারে এলসি (Letter of Credit) খুলতে হয়, তার আর কোনও বাধ্যবাধকতা থাকবে না।তবে বাংলাদেশ-ভারতের মধ্যে রুপিতে আন্তর্জাতিক বাণিজ্যে রাজি হবে কিনা নির্ভর করছে বাংলাদেশ সরকারের ওপর।অন্যদিকে, কীভাবে ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন হবে তার কিছু নিয়মও জানিয়েছে আর বি আই (RBI)। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, স্থায়ী ভাবে টাকার গুরুত্ব আন্তর্জাতিক বাজারে বাড়াতে  হলে, এখন থেকেই রফতানি বৃদ্ধি করার দিকে মন দেওয়া দরকার।


Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version