Friday, August 29, 2025

কে হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী? প্রথম রাউন্ড শেষে শীর্ষে ঋষি সুনক

Date:

বরিস জনসনের(Boris Jonson) ইস্তফার পর ব্রিটেনের(Briten) পরবর্তী প্রধানমন্ত্রী(Prime Minister) বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে জোর কদমে। আর এই দৌড়ে সর্বাগ্রে রয়েছেন ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। প্রথম এলিমিনেশনে সবথেকে বেশি এমপিদের সমর্থন পেলেন তিনি। গত বুধবার আরও দুই প্রতিদ্বন্দ্বী বাদ পড়েছেন এই দৌড় থেকে। দলের ৩৫৮ জন সাংসদের (এমপি) মধ্যে ৮৮ জনের সমর্থন পেয়েছেন তিনি। জুনিয়র বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট ৬৭ ভোট পেয়ে দ্বিতীয় এবং বিদেশমন্ত্রী লিজ ট্রাস তৃতীয় স্থানে রয়েছে ৫০ ভোট পেয়ে।

জানা গিয়েছে, এই তালিকায় নাদিম জাহাউই, যিনি গত সপ্তাহে সুনকের হাত থেকে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং প্রাক্তন বিদেশমন্ত্রী জেরেমি হান্ট প্রয়োজনীয় ন্যূনতম ৩০ ভোট পেতে ব্যর্থ হয়ে ছিটকে গেছেন দৌড় থেকে। বাকি প্রতিযোগীদের মধ্যে প্রাক্তন সমতা মন্ত্রী কেমি ব্যাডেনোচ, অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্র্যাভারম্যান, পার্লামেন্টের বিদেশ বিষয়ক কমিটির চেয়ার টম তুগেনধাত বৃহস্পতিবার গিয়েছেন রাউন্ডে। প্রতিবার সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থীকে বাদ দিয়ে ভোট হতে থাকবে। ২১ জুলাইয়ের মধ্যে প্রতিদ্বন্দিতা চূড়ান্ত দুইজনের মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে ২০০,০০০ কনজারভেটিভ পার্টির সদস্যরা নতুন নেতা নির্বাচন করবেন। এরপরে ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে কে হবেন পরবর্তী নেতা। যদিও সুনক তার সহকর্মীদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগী কিন্তু প্রায় ৯০০ জন দলীয় সদস্যের মধ্যে করা একটি সার্ভেতে দেখা গিয়েছে যে তাদের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছেন মর্ডান্ট।


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version