Wednesday, January 14, 2026

ফের রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার

Date:

Share post:

একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের আইনশৃঙ্খলা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের কর্মসংস্থান, পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে নানা বিষয় নিয়ে বারবার অভিযোগ করতে দেখা গেছে রাজ্যপালকে। আর রাজ্যপালের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

সাংবিধানিক পদে থেকে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবু ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল (West Bengal Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
বুধবার বাগডোগরায় তিনি বলেন, নাগরিক এবং বিশিষ্ট জনেদের এগিয়ে আসার এটাই উপযুক্ত সময়। রাজ্যের শাসন ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলুন ওঁরা। ওঁদের নীরবতা অত্যন্ত পীড়াদায়ক। আমলারা সব প্রশাসনের হাতের পুতুলে পরিণত হয়েছেন।

আবার, সম্প্রতি কর্মসংস্থান নিয়ে বেশ কিছু ঘোষণা করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দার্জিলিং সফরেও কর্মসংস্থানের উপরে জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর এই বক্তব্যকে নিয়েও কটাক্ষ শোনা যায় রাজ্যপালের গলায়। ধনকড় বলেন,
তাঁর কথায়, “তিন বছর ধরে বিনিয়োগ, চাকরির নতুন সুযোগ নিয়ে অনেক শুনেছি। কাজের কাজ কিছু হয়নি।”
যদিও রাজ্যপালের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সারাদিন খালি ট্যুইট আর কথা ছেড়ে রাজ্য এবং রাজ্যের মানুষের কথা ভাবুন রাজ্যপাল! তিনি যদি একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেন, তাহলে রাজ্যের মানুষ ওঁকে রাজ্যপাল হিসেবে দেখবেন না, একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সকলের কাছে গণ্য হবেন উনি। সেটা না ওঁর পক্ষে, না রাজ্যপালের আসনের জন্য সম্মানজনক।
আরো একধাপ এগিয়ে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “বাংলায় আমালাতন্ত্রের রাজনৈতিকরণ ঘটেছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, মনে রাখবেন, আপনাদের রাজ্যপাল বদল এনে তবে ছাড়বেন।”

 

 

spot_img

Related articles

থাইল্যান্ডে রেল দুর্ঘটনা, ক্রেন ভেঙে লাইনচ্যুত ট্রেন! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

থাইল্যান্ডে বুধবার নির্মীয়মান হাই-স্পিড রেল লাইনের একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত...

হায়দরাবাদের জনবহুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ!

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের...

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...