Friday, November 7, 2025

ফের রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার

Date:

Share post:

একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের আইনশৃঙ্খলা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের কর্মসংস্থান, পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে নানা বিষয় নিয়ে বারবার অভিযোগ করতে দেখা গেছে রাজ্যপালকে। আর রাজ্যপালের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

সাংবিধানিক পদে থেকে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবু ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল (West Bengal Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
বুধবার বাগডোগরায় তিনি বলেন, নাগরিক এবং বিশিষ্ট জনেদের এগিয়ে আসার এটাই উপযুক্ত সময়। রাজ্যের শাসন ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলুন ওঁরা। ওঁদের নীরবতা অত্যন্ত পীড়াদায়ক। আমলারা সব প্রশাসনের হাতের পুতুলে পরিণত হয়েছেন।

আবার, সম্প্রতি কর্মসংস্থান নিয়ে বেশ কিছু ঘোষণা করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দার্জিলিং সফরেও কর্মসংস্থানের উপরে জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর এই বক্তব্যকে নিয়েও কটাক্ষ শোনা যায় রাজ্যপালের গলায়। ধনকড় বলেন,
তাঁর কথায়, “তিন বছর ধরে বিনিয়োগ, চাকরির নতুন সুযোগ নিয়ে অনেক শুনেছি। কাজের কাজ কিছু হয়নি।”
যদিও রাজ্যপালের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সারাদিন খালি ট্যুইট আর কথা ছেড়ে রাজ্য এবং রাজ্যের মানুষের কথা ভাবুন রাজ্যপাল! তিনি যদি একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেন, তাহলে রাজ্যের মানুষ ওঁকে রাজ্যপাল হিসেবে দেখবেন না, একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সকলের কাছে গণ্য হবেন উনি। সেটা না ওঁর পক্ষে, না রাজ্যপালের আসনের জন্য সম্মানজনক।
আরো একধাপ এগিয়ে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “বাংলায় আমালাতন্ত্রের রাজনৈতিকরণ ঘটেছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, মনে রাখবেন, আপনাদের রাজ্যপাল বদল এনে তবে ছাড়বেন।”

 

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...