ঋণে ফের সুদের হার বৃদ্ধি SBI-এর

ঋণে ফেত্র সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(State Bank Of India)। ১৪ জুন ফ্লোটিং রেটে নেওয়া ঋণের উপর সুদের হার বৃদ্ধির পর, এবার ১৪ জুলাই ফের বাড়ল মার্জিনাল কস্ট অফ ফান্ডবেসড লেন্ডিং রেট বা এমসিএলআর। চলতি কথায় যা পরিবর্তনশীল সুদের হার বা ফ্লোটিং ইন্টারেট হিসাবে পরিচিত।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের(Resarve Bank) তরফে রেপো রেট(Repo Rate) বৃদ্ধির পর স্টেট ব্যাঙ্ক সহ একাধিক রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব‌্যাংক ঋণের উপর সুদের হার বৃদ্ধি করেছে। একমাসের পর দ্বিতীয়বার সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক। শুক্রবার থেকে নতুন হারে এই সুদ কার্যকর হচ্ছে। জানা গিয়েছে, তিন মাস পর্যন্ত মেয়াদে যে ঋণ নেওয়া হয়েছে সেইগুলিতে ৭.০৫ শতাংশের বদলে দিতে হবে ৭.১৫ শতাংশ হারে সুদ। ছয় মাসের মেয়াদের ঋণে সুদের হার ৭.৩৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৭.৪৫ শতাংশ। একবছরের মেয়াদের ঋণের সুদ দিতে হবে ৭.৪ শতাংশের বদলে ৭.৫ শতাংশ। দু’বছরের মেয়াদের ঋণে সুদের হার ৭.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৮ শতাংশ। এই সুদের হার বর্তমান ঋণগ্রাহক থেকে শুরু করে নতুন ঋণগ্রাহক, সকলের ক্ষেত্রেই কার্যকর হবে বলে ব‌্যাংকের তরফে জানানো হয়েছে। আর এই ঘটনায় মোদি সরকারের দিশাহীন অর্থনীতিকে দুষছে বিশেষজ্ঞ মহল। কারণ একদিকে লাগাতার বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, মার্কিন ডলারের তুলনায় পড়ছে টাকার দাম। আর এসব কিছুর সঙ্গে তাল মিলিয়ে মোদি সরকারের নীতিতে পকেটে টান পড়ছে দেশের সাধারণ জনগণের।


Previous articleনাম না করে শিশির-দিব্যেন্দুর উদ্দেশ্যে কৌশলী টুইট কুণালের! কী লিখলেন তিনি?
Next articleদেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর ও কলকাতা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর