সাতসকালেই ভয়াবহ আগুন রাজধানীতে। শুক্রবার সকাল ৬টায় দিল্লির অন্যতম জনপ্রিয় এলাকা কৌনট প্লেসের একটি রেস্তোরাঁয় আগুন লাগে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। আগুন ছড়িয়ে পড়লেও যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালায় দমকল আধিকারিকরা।বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে জ্বালানীর দাম কমছে না কেন?
দমকল সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৫টা নাগাদ একটি রেস্তোরাঁয়া আচমকাই আগুন লেগে যায়। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তাদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহত ঘটেনি।
