ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে নিত্যযাত্রীরা

প্রতীকী ছবি

ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। গিরীশ পার্কের পর এবার কালীঘাট মেট্রো স্টেশনে মারণঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ঘটনায় ডাউনলাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে। হাসপাতালে তাঁকে আহত অবস্থায় ভর্তি করা হয়। পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।

আরও পড়ুন:সাতসকালে রাজধানীতে অগ্নিকাণ্ড,ভস্মীভূত রেস্তোরাঁর একাংশ


শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ অফিস টাইমে কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে। প্রায় ৩৫ মিনিট বন্ধ থাকে মেট্রো চলাচল। এদিকে অফিস টাইমে গন্তব্যে পৌঁছতে না পেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা।


দিন কয়েক আগেই গিরীশ পার্ক মেট্রো স্টেশনে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। দুপুরে গিরীশ পার্ক মেট্রো স্টেশনে কবি সুভাষ যাওয়ার ট্রেনের সামনে ঝাঁপ দেন ৫৫ বছরের এক মহিলা। তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। সোমবারের সেই ঘটনাতেও দীর্ঘ ক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল।আজ ফের সেই একই ধরণের ঘটয়না ঘটায় চিন্তায় পড়েছেন মেট্রো কর্তারা।

 





Previous articleসাতসকালে রাজধানীতে অগ্নিকাণ্ড,ভস্মীভূত রেস্তোরাঁর একাংশ
Next articleপাল্টাচ্ছে অ্যাপক্যাবের নিয়ম, যাত্রীরা কতটা সুবিধা পাবেন?