Monday, August 25, 2025

বাতিল ‘আইওয়াশ’-এর বদলে ‘অমৃতকাল’: প্রতিশব্দের তালিকা-সহ খোঁচা মহুয়ার

Date:

বাদল অধিবেশনের আগে ‘শব্দ ফতোয়া’ জারি হয়েছে সংসদে(Parliament)। যা নিয়ে ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। সঙ্গে মোদি সরকারের(Modi Govt) এহেন শব্দ ফতোয়ার বিরুদ্ধেই এবার স্বমহিমায় সরব হলেন লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। সংসদে যে শব্দগুলিকে অসংসদীয় বলে উল্লেখ করা হয়েছে তার প্রতিশব্দের একটি তালিকা তৈরি করলেন তিনি। তাও আবার রীতিমতো কটাক্ষ করে।

এদিন টুইট করে মহুয়া জানান, অসংসদীয় শব্দতালিকার পরিবর্ত হিসেবে বেশ কিছু প্রতিশব্দ ব্যবহার করা যেতে পারে। যেমন বাতিল শব্দ ‘আইওয়াশ’ অর্থাৎ ‘চোখে ধুলো দেওয়া’, এর পরিবর্তে এবার থেকে ব্যবহার করা যেতে পারে ‘অমৃতকাল’ শব্দটি। উল্লেখ্য, দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বছরভর আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে কেন্দ্র। যার জেরে বহুবার এই শব্দটি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর পর্যন্ত এই ২৫ বছর সময়কে ‘অমৃতকাল’। আর সেটাকেই খোঁচা দিলেন মহুয়া। এর পাশাপাশি সংসদে বহু শব্দ বাতিল হলেও তার প্রতিশব্দের আরও একটি তালিকা প্রকাশ করেছেন মহুয়া। তৃণমূল সাংসদের সেই তালিকায় দেখা গিয়েছে বিজেপি নেতাদের ঘৃণাভাষণে বহুল ব্যবহৃত একাধিক শব্দ। যেমন, বুলডোজার, থোক দো, গোলি মারো…, ঘর মে ঘুস কে মারা, লাল আঁখ সে-র মত বহু শব্দ।

 

 

উল্লেখ্য, আগামী ১৮ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে রাজ্যসভা ও লোকসভাতে বেশকিছু শব্দ প্রয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে লোকসভা সচিবালয়ের তরফে। প্রকাশিত ‘অংসসদীয় শব্দের’ তালিকায় রয়েছে, ‘লজ্জাজনক’, ‘অপব্যবহার’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’র মতো বেশ কিছু আপাত নিরীহ শব্দ। সংসদের অধিবেশনে ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’, ‘তানাশাহি’-র মতো শব্দ। এর পাশাপাশি ‘জুমলাবাজি’, ‘কোভিড স্প্রেডার’, ‘খুন সে ক্ষেতি’ (রক্ত দিয়ে চাষ), ‘স্নুপগেট’-এর মতো শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ওই তালিকায়। যদিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁর পাল্টা দিলেন মহুয়া।


Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version