Monday, August 25, 2025

ফিরে যান  ১৯৭০-৭১-এ। সেই সফরেই ক্রিকেট দুনিয়া জেনে গিয়েছিল লম্বা ইনিংস খেলার জন্য তিনি এসেছেন। সেটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম সিরিজ জয়।অজিত ওয়াদেকরের এই দলের এই সাফল্যে সেরা ভূমিকা নিয়েছিলেন সুনীল মনোহর গাভাসকর। জীবনের প্রথম সিরিজে চার টেস্টে গাভাসকর ৭৭৪ রান করেছিলেন। অভিষেক সিরিজে  এটাই কোনও ভারতীয়ের সর্বোচ্চ রান।

ক্যারিবিয়ান ফাস্ট বোলারদের সঙ্গে সানির চিরকালীন লড়াই শুরু হয়েছিল সেই সিরিজ থেকে। তাঁর ৩৪টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ১৩টিই এসেছে হাড় হিম করা ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারদের বিরুদ্ধে। ক্রেড-এর ‘দ্য লং গেমস সিরিজ’-এ রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী, কপিল দেব, মিতালি রাজ, আশিস নেহরা, কিরন মোরের পর এবার অংশ নিলেন গাভাসকরও। ৭৩তম জন্মদিন উপলক্ষে এই সাক্ষাৎকারে গাভাসকর ফিরে দেখলেন অর্ধ্ব শতক আগের ৭১-এর সেই সিরিজকে।

আরও পড়ুন- এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে বিশ্বভারতী ৯৮ ! এই অধঃপতনের কারণ কী ?

সানি বলেন, ‘‘সেই সময় ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ব্যাপারটা ছিল মনের কোণে লুকনো একটা আকাঙ্খা। অনেক ভারতীয় ক্রিকেটার এই স্বপ্ন দেখত”। গাভাসকর সেই সফরে পৌনে আটশো রান করার পর ওয়েস্ট ইন্ডিজে তাঁকে নিয়ে সাড়া পড়ে গিয়েছিল। ত্রিনিদাদের গায়ক লর্ড রিলেটর সানিকে নিয়ে একটা গান পর্যন্ত করে ফেলেছিলেন। ‘গাভাসকর ক্যালিপসো’ নামের সেই গান খুব হিট হয়েছিল। লিটল মাস্টার নামটাও এসেছিল সেই থেকে।

ওয়েস্ট ইন্ডিজে পরের সিরিজেও রান পেয়েছিলেন লিটল মাস্টার। করেছিলেন ৩৬০ রান। সেবার বিপক্ষে ছিলেন মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টসের মতো ফাস্ট বোলার। তাঁরাও সবে কেরিয়ার শুরু করেছিলেন। পরে বিশ্বত্রাস ফাস্ট বোলার হয়ে উঠেছিলেন। আর সানি হয়ে উঠেছিলেন দুনিয়ার সেরা ওপেনিং ব্যাটার।

 

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version