Tuesday, August 26, 2025

ফিরে যান  ১৯৭০-৭১-এ। সেই সফরেই ক্রিকেট দুনিয়া জেনে গিয়েছিল লম্বা ইনিংস খেলার জন্য তিনি এসেছেন। সেটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম সিরিজ জয়।অজিত ওয়াদেকরের এই দলের এই সাফল্যে সেরা ভূমিকা নিয়েছিলেন সুনীল মনোহর গাভাসকর। জীবনের প্রথম সিরিজে চার টেস্টে গাভাসকর ৭৭৪ রান করেছিলেন। অভিষেক সিরিজে  এটাই কোনও ভারতীয়ের সর্বোচ্চ রান।

ক্যারিবিয়ান ফাস্ট বোলারদের সঙ্গে সানির চিরকালীন লড়াই শুরু হয়েছিল সেই সিরিজ থেকে। তাঁর ৩৪টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ১৩টিই এসেছে হাড় হিম করা ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারদের বিরুদ্ধে। ক্রেড-এর ‘দ্য লং গেমস সিরিজ’-এ রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী, কপিল দেব, মিতালি রাজ, আশিস নেহরা, কিরন মোরের পর এবার অংশ নিলেন গাভাসকরও। ৭৩তম জন্মদিন উপলক্ষে এই সাক্ষাৎকারে গাভাসকর ফিরে দেখলেন অর্ধ্ব শতক আগের ৭১-এর সেই সিরিজকে।

আরও পড়ুন- এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে বিশ্বভারতী ৯৮ ! এই অধঃপতনের কারণ কী ?

সানি বলেন, ‘‘সেই সময় ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ব্যাপারটা ছিল মনের কোণে লুকনো একটা আকাঙ্খা। অনেক ভারতীয় ক্রিকেটার এই স্বপ্ন দেখত”। গাভাসকর সেই সফরে পৌনে আটশো রান করার পর ওয়েস্ট ইন্ডিজে তাঁকে নিয়ে সাড়া পড়ে গিয়েছিল। ত্রিনিদাদের গায়ক লর্ড রিলেটর সানিকে নিয়ে একটা গান পর্যন্ত করে ফেলেছিলেন। ‘গাভাসকর ক্যালিপসো’ নামের সেই গান খুব হিট হয়েছিল। লিটল মাস্টার নামটাও এসেছিল সেই থেকে।

ওয়েস্ট ইন্ডিজে পরের সিরিজেও রান পেয়েছিলেন লিটল মাস্টার। করেছিলেন ৩৬০ রান। সেবার বিপক্ষে ছিলেন মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টসের মতো ফাস্ট বোলার। তাঁরাও সবে কেরিয়ার শুরু করেছিলেন। পরে বিশ্বত্রাস ফাস্ট বোলার হয়ে উঠেছিলেন। আর সানি হয়ে উঠেছিলেন দুনিয়ার সেরা ওপেনিং ব্যাটার।

 

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version