Monday, November 17, 2025

স্পাইসজেটের পর এবার ইন্ডিগো! যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের জরুরি অবতরণ

Date:

যান্ত্রিক গোলযোগের জেরে জরুরি অবতরণ করানো হল ইন্ডিগোর বিমান। দিল্লি থেকে বদোদরাগামী উড়ানে সমস্যা হতেই সেটিকে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। ঘটনার পরই ডিরেক্টর অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে গোটা বিষয়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে নিত্যযাত্রীরা

ইন্ডিগোর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইন্ডিগো ফ্লাইট 6E-859 উড়ানটি দিল্লি থেকে বদোদরা উদ্দেশে রওনা দেয়। বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটিকে তড়িঘড়ি জয়পুরে অবতরণ করানো হয়। সেটিকে যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা হয় কোনও গোলযোগ রয়েছে কি না। যাত্রীদের অন্য একটি বিমানে করে সুরক্ষিতভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, সম্প্রতি স্পাইসজেট বিমানে এধরণের একের পর এক সমস্যা দেখা দিয়েছে । সংস্থার বিমানগুলিতে বিভিন্ন ধরণের যান্ত্রিক ক্রটি ধরা পড়েছে। ডিজিসিএ এর তরফে সমীক্ষা করে দেখা যায় যে আর্থিক ঘাটতি রয়েছে সংস্থার। যার প্রভাব পড়ছে বিমানের রক্ষণাবেক্ষণেও। সেই সময় ওই দুই ঘটনা নিয়ে সংস্থাকে শো কজ নোটিসও পাঠায় ডিজিসিএ। ওয়াকিবহাল মহলের মতে, বাজেট এয়ারলাইন্স কিংবা লো কস্ট এয়ারলাইনসের যুগে উড়ান সংস্থাগুলি বাজেট কমিয়ে দিচ্ছে,যার প্রভাব পড়ছে বিমান রক্ষণাবেক্ষণেও। বিশ্বজুড়ে লো কস্ট ক্যারিয়ার এবং ফুল সার্ভিস ক্যারিয়ার হিসাবে ব্যবহার করা হয় বোয়িং বিমানগুলিকে। সেগুলিতে বিপত্তি নিয়ে তাই প্রশ্ন উঠেছিল। এরই মধ্যে ইন্ডিগো বিমানেও সমস্যা হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।


 


Related articles

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ...

দার্জিলিং-এ কেন্দ্রের ‘হস্তক্ষেপ’: তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পাহাড়ে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য  ‘ইন্টারলোকিউটর’ বা মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে সংঘাত চরমে উঠল।...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের: ‘একপক্ষের শুনানি’তে একই সাজা আসাদুজ্জামানের

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে দোষী সাব্যস্ত। সেই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হল।...

‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই...
Exit mobile version