Tuesday, August 26, 2025

স্পাইসজেটের পর এবার ইন্ডিগো! যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের জরুরি অবতরণ

Date:

যান্ত্রিক গোলযোগের জেরে জরুরি অবতরণ করানো হল ইন্ডিগোর বিমান। দিল্লি থেকে বদোদরাগামী উড়ানে সমস্যা হতেই সেটিকে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। ঘটনার পরই ডিরেক্টর অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে গোটা বিষয়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে নিত্যযাত্রীরা

ইন্ডিগোর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইন্ডিগো ফ্লাইট 6E-859 উড়ানটি দিল্লি থেকে বদোদরা উদ্দেশে রওনা দেয়। বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটিকে তড়িঘড়ি জয়পুরে অবতরণ করানো হয়। সেটিকে যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা হয় কোনও গোলযোগ রয়েছে কি না। যাত্রীদের অন্য একটি বিমানে করে সুরক্ষিতভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, সম্প্রতি স্পাইসজেট বিমানে এধরণের একের পর এক সমস্যা দেখা দিয়েছে । সংস্থার বিমানগুলিতে বিভিন্ন ধরণের যান্ত্রিক ক্রটি ধরা পড়েছে। ডিজিসিএ এর তরফে সমীক্ষা করে দেখা যায় যে আর্থিক ঘাটতি রয়েছে সংস্থার। যার প্রভাব পড়ছে বিমানের রক্ষণাবেক্ষণেও। সেই সময় ওই দুই ঘটনা নিয়ে সংস্থাকে শো কজ নোটিসও পাঠায় ডিজিসিএ। ওয়াকিবহাল মহলের মতে, বাজেট এয়ারলাইন্স কিংবা লো কস্ট এয়ারলাইনসের যুগে উড়ান সংস্থাগুলি বাজেট কমিয়ে দিচ্ছে,যার প্রভাব পড়ছে বিমান রক্ষণাবেক্ষণেও। বিশ্বজুড়ে লো কস্ট ক্যারিয়ার এবং ফুল সার্ভিস ক্যারিয়ার হিসাবে ব্যবহার করা হয় বোয়িং বিমানগুলিকে। সেগুলিতে বিপত্তি নিয়ে তাই প্রশ্ন উঠেছিল। এরই মধ্যে ইন্ডিগো বিমানেও সমস্যা হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।


 


Related articles

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...
Exit mobile version