Saturday, August 23, 2025

বহু প্রতীক্ষার পর অবশেষে শিয়ালদহ (Sealdah) থেকে মেট্রো করে সল্টলেকে (Saltlake) যাওয়ার আসা পূরণ হয়েছে যাত্রীদের। বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবা শুরু হওয়ার পর শুক্রবার এবং শনিবারেও ব্যস্ত সময়ের চেনা ছবি ফিরলো শিয়ালদহ মেট্রো স্টেশনে (Sealdah Metro Station)। সেক্টর ফাইভ (Sector V) থেকে শিয়ালদহ (Sealdah) পর্যন্ত চাকা গড়াতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) যাত্রী বাড়ল প্রায় ১০ গুণ।

কলকাতার মুকুটে নয়া পালক যোগ করেছে শিয়ালদহ মেট্রো। প্রথম দিনই শিয়ালদহ স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো।  দ্বিতীয় দিনে সেই ভিড় আরও বাড়ল। মেট্রো সূত্রে খবর, এর ফলে ক্ষতির বোঝা কিছুটা কমবে। হাওড়ার সঙ্গে এই রুট যুক্ত হয়ে গেলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা মেট্রো কর্তৃপক্ষের। নিত্যযাত্রীরা বলছেন সল্টলেকের দিকে যাওয়ার জন্য আর বিধাননগরে নামার প্রয়োজন পড়ছে না। ফলে তাঁদের যাত্রা অনেকটাই সহজ হয়েছে নতুন পরিষেবার ফলে। মেট্রো রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী , বুধবার সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত সারা দিনে মেট্রোর যাত্রী সংখ্যা ছিল মাত্র ৩ হাজার ৩৭৬। বৃহস্পতিবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চড়েছেন ৩১ হাজার ৩৭ জন। শুধু শিয়ালদহ থেকে মেট্রো ধরেছেন ১২ হাজার ৬৮১জন যাত্রী। বৃহস্পতিবার সারা দিনে টিকিট বিক্রি থেকে মেট্রোর (Kolkata Metro) আয় হয়েছে প্রায় ৭ লক্ষ ৭১হাজার ১৮২টাকা। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, বর্তমানে ১ টাকা রোজগার করতে ৬ টাকা খরচ করতে হয়। তাই এখনই যে লাভের মুখে দেখা যাবে, এমনটা নয়, তবে ক্ষতির বোঝা কিছুটা হলেও কমবে বলে আশা কর্তৃপক্ষের। হাওড়া পর্যন্ত সম্পূর্ণ রুটে মেট্রো চালু হয়ে গেলে লাভের পরিমাণ অনেকটাই বাড়বে  বলে মনে করছেন মেট্রো কর্তারা।


Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version