Wednesday, August 27, 2025

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে (Krishna kalyani) নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রায়গঞ্জের বিধায়ককের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মাড়োয়ারি সমাজের ক্ষোভের মুখে পড়লেন সুকান্ত। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করে ইন্টারন্যাশনাল মাড়োয়ারি ফেডারেশন (International Marwari Federation) সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ করেছে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে মাড়োয়ারি সমাজে ক্ষোভ। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিধানসভার পিএসি-র (PAC) চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সুকান্ত মজুমদার বলেন রায়গঞ্জের বিধায়ক ওই পদের যোগ্যই নন। পাশাপাশি তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী বাঙালিকে সরিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একজন মাড়োয়ারিকে চেয়ারম্যান পদে বসিয়েছেন। এমনকি কৃষ্ণ কল্যাণীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপরই ইন্টারন্যাশনাল মাড়োয়ারি ফেডারেশনের পক্ষ থেকে চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ এক বিবৃতিতে বলেছেন, যে মাড়োয়ারি সমাজ সুকান্ত মজুমদারের বয়ানের তীব্র ভর্ৎসনা করছে। এতদিন পর্যন্ত বিজেপি ধর্মের নামে রাজনীতি করেছে। এখন বাঙালি আর মাড়োয়ারি সমাজের মধ্যে বিভেদ এর রাজনীতি শুরু করেছেন। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না । পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকারকে ধন্যবাদ জানিয়েছেন একজন মাড়োয়ারিকে চেয়ারম্যান করার জন্য ।


Related articles

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...
Exit mobile version