Monday, November 3, 2025

এবার মাড়োয়ারি সমাজের ক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি

Date:

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে (Krishna kalyani) নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রায়গঞ্জের বিধায়ককের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মাড়োয়ারি সমাজের ক্ষোভের মুখে পড়লেন সুকান্ত। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করে ইন্টারন্যাশনাল মাড়োয়ারি ফেডারেশন (International Marwari Federation) সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ করেছে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে মাড়োয়ারি সমাজে ক্ষোভ। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিধানসভার পিএসি-র (PAC) চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সুকান্ত মজুমদার বলেন রায়গঞ্জের বিধায়ক ওই পদের যোগ্যই নন। পাশাপাশি তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী বাঙালিকে সরিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একজন মাড়োয়ারিকে চেয়ারম্যান পদে বসিয়েছেন। এমনকি কৃষ্ণ কল্যাণীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপরই ইন্টারন্যাশনাল মাড়োয়ারি ফেডারেশনের পক্ষ থেকে চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ এক বিবৃতিতে বলেছেন, যে মাড়োয়ারি সমাজ সুকান্ত মজুমদারের বয়ানের তীব্র ভর্ৎসনা করছে। এতদিন পর্যন্ত বিজেপি ধর্মের নামে রাজনীতি করেছে। এখন বাঙালি আর মাড়োয়ারি সমাজের মধ্যে বিভেদ এর রাজনীতি শুরু করেছেন। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না । পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকারকে ধন্যবাদ জানিয়েছেন একজন মাড়োয়ারিকে চেয়ারম্যান করার জন্য ।


Related articles

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...

তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর(SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।...

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...
Exit mobile version