Monday, November 3, 2025

ডায়মন্ড হারবার ছাড়িয়ে সর্বজনীন ‘এক ডাকে অভিষেক’, একমাসে ১.৫ লক্ষ ফোন কল

Date:

চালু হয়েছিল শুধু ডায়মন্ড হারবারের(Diamond Hurbar) জন্য। তবে শুরুতেই নজির গড়ল ‘এক ডাকে অভিষেক’ (Ek Dake Abhishek) কর্মসূচি। মাত্র ১ মাসে ‘এক ডাকে অভিষেক’ ৭৮৮৭৭৭৮৮৭৭ এই নম্বরে এল দেড় লক্ষ ফোনকল। শুধু তাই নয়, ডায়মন্ড হারবার ছাড়িয়ে গোটা রাজ্য থেকে সমস্যা, অভাব, অভিযোগ নিয়ে মানুষ ফোন করেছেন এই নম্বরে। একমাসে নথিবদ্ধ হয়েছে ৫০ হাজার অভিযোগ। এক ডাকে অভিষেকের সাফল্যের রিপোর্ট এদিন প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।

টুইট করে এদিন ‘এক ডাকে অভিষেক’-এর রিপোর্ট প্রকাশ করেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে, এই কর্মসূচি এখন আর শুধু ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ নেই বরং তা গোটা রাজ্যে সর্বজনীন রূপ নিয়েছে। টুইট করে অভিষেক জানিয়েছেন, “মানুষের সমর্থনে সফলভাবে আজ ১ মাস সম্পন্ন করল এক ডাকে অভিষেক। এই একমাসে ১.৫ লক্ষ ফোন কলের পাশাপাশি ৫০ হাজার অভিযোগ জমা পড়েছে এই নম্বরের মাধ্যমে। তার মধ্যে ১১ হাজার ডায়মন্ড হারবারের। আর বাকি ৩৯ হাজার সারা বাংলার।” একইসঙ্গে তিনি লেখেন, “মানব সেবাই ঈশ্বর সেবা”।

উল্লেখ্য, গত ১৮ জুন সাংসদ হিসেবে আটবছর পূর্ণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইদিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে অভিষেক নিজের রিপোর্ড কার্ড পেশ করেছিলেন জনগণের উদ্দেশে। একইসঙ্গে অভাব অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নম্বর দিয়ে মানুষকে আবেদন জানিয়েছিলেন, যা বলার সাংসদকে বলুন। স্থানীয় কোনও নেতার বিরুদ্ধেও কেউ যদি অভিযোগ জানান তাহলে তা নিশ্চিন্তে জানাতে পারেন। কারণ তাঁর নাম পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। অভিষেকের অভিনব এই জনসংযোগ রীতিমতো সাড়া ফেলে দেয়। এরপর সম্প্রতি ধূপগুড়ির জনসভায় এই নম্বর ডায়মন্ড হারবারের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের মানুষের জন্যও দিয়ে দেন অভিষেক। তবে একমাসের রিপোর্টেই প্রকাশ্যে এল ‘এক ডাকে অভিষেক’ এখন শুধু কয়েকটি জায়গার জন্য সীমাবদ্ধ নেই, তা এখন গোটা রাজ্যের জন্য।


Related articles

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...

তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর(SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।...

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...

কলকাতা লিগে গড়াপেটা কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার খিদিরপুর ক্লাবের কর্তা

কলকাতা ময়দানে ম্যাচ গড়াপেটার কালো ছায়া। চলতি মরশুমে কলকাতা লিগ(CFL 2025) চলাকালীন ম্যাচ গড়াপেটার বিতর্ক তৈরি হয়। এই...
Exit mobile version