Saturday, May 17, 2025

ডায়মন্ড হারবার ছাড়িয়ে সর্বজনীন ‘এক ডাকে অভিষেক’, একমাসে à§§.à§« লক্ষ ফোন কল

Date:

চালু হয়েছিল শুধু ডায়মন্ড হারবারের(Diamond Hurbar) জন্য। তবে শুরুতেই নজির গড়ল ‘এক ডাকে অভিষেক’ (Ek Dake Abhishek) কর্মসূচি। মাত্র à§§ মাসে ‘এক ডাকে অভিষেক’ ৭৮৮৭৭৭৮৮৭৭ এই নম্বরে এল দেড় লক্ষ ফোনকল। শুধু তাই নয়, ডায়মন্ড হারবার ছাড়িয়ে গোটা রাজ্য থেকে সমস্যা, অভাব, অভিযোগ নিয়ে মানুষ ফোন করেছেন এই নম্বরে। একমাসে নথিবদ্ধ হয়েছে ৫০ হাজার অভিযোগ। এক ডাকে অভিষেকের সাফল্যের রিপোর্ট এদিন প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।

টুইট করে এদিন ‘এক ডাকে অভিষেক’-এর রিপোর্ট প্রকাশ করেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে, এই কর্মসূচি এখন আর শুধু ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ নেই বরং তা গোটা রাজ্যে সর্বজনীন রূপ নিয়েছে। টুইট করে অভিষেক জানিয়েছেন, “মানুষের সমর্থনে সফলভাবে আজ à§§ মাস সম্পন্ন করল এক ডাকে অভিষেক। এই একমাসে à§§.à§« লক্ষ ফোন কলের পাশাপাশি ৫০ হাজার অভিযোগ জমা পড়েছে এই নম্বরের মাধ্যমে। তার মধ্যে à§§à§§ হাজার ডায়মন্ড হারবারের। আর বাকি ৩৯ হাজার সারা বাংলার।” একইসঙ্গে তিনি লেখেন, “মানব সেবাই ঈশ্বর সেবা”।

উল্লেখ্য, গত à§§à§® জুন সাংসদ হিসেবে আটবছর পূর্ণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইদিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে অভিষেক নিজের রিপোর্ড কার্ড পেশ করেছিলেন জনগণের উদ্দেশে। একইসঙ্গে অভাব অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নম্বর দিয়ে মানুষকে আবেদন জানিয়েছিলেন, যা বলার সাংসদকে বলুন। স্থানীয় কোনও নেতার বিরুদ্ধেও কেউ যদি অভিযোগ জানান তাহলে তা নিশ্চিন্তে জানাতে পারেন। কারণ তাঁর নাম পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। অভিষেকের অভিনব এই জনসংযোগ রীতিমতো সাড়া ফেলে দেয়। এরপর সম্প্রতি ধূপগুড়ির জনসভায় এই নম্বর ডায়মন্ড হারবারের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের মানুষের জন্যও দিয়ে দেন অভিষেক। তবে একমাসের রিপোর্টেই প্রকাশ্যে এল ‘এক ডাকে অভিষেক’ এখন শুধু কয়েকটি জায়গার জন্য সীমাবদ্ধ নেই, তা এখন গোটা রাজ্যের জন্য।


Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version