Tuesday, November 11, 2025

শুভেন্দুকে পকেটমারের সঙ্গে তুলনা করলেন কুণাল! যুক্তিও দিলেন তৃণমূল নেতা

Date:

চোরের মায়ের বড় গলা। ট্রেনে-বাসে পকেটমারেরা যেমন ধরা পড়ার ভয়ে অন্যের দিকে আঙুল তুলে পকেটমার পকেটমার বলে চেঁচায়, শুভেন্দুও সেটাই করছে। নিজেকে বাঁচাতে অন্যদের নামে কুৎসা করছে। যাতে চুরি করে পালাতে সুবিধা হয়। রাজ্যের বিরোধী দলনেতাকে বিঁধে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একইসঙ্গে সারদা কেলেঙ্কারি নিয়ে নথি তুলে ধরে শুভেন্দু-সৌমেন্দু সহ অধিকারী প্রাইভেট লিমিটেডের মেম্বারদের তোপ দেগে গ্রেফতারির দাবি তুলেছেন কুণাল।

আরও পড়ুন:কেরিয়ারের প্রথম একদিনের শতরানে ভারতকে সিরিজ দিলেন ঋষভ

কাঁথি পুরসভার পুরোনো নথি সামনে এনে কুণাল ঘোষ দাবি করেন, সারদা কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত কাঁথির অধিকারী পরিবার। পুরসভার নথির সঙ্গে পুঙ্খানুপুঙ্খ মিলে যাচ্ছে সারদাকর্তা সুদীপ্ত সেনের কোর্টকে দেওয়া বয়ান। আর এখন যখন কেলেঙ্কারি ও দুর্নীতির বিষয়টি নিয়ে নাড়াচাড়া হচ্ছে, তখনই দেখা যাচ্ছে পুরসভা থেকে উধাও সারদা সংক্রান্ত ফাইল। শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী প্রভাবশালী। এরা বাইরে থাকলে সাক্ষ্য-প্রমাণ লোপাট করবে। তাই তদন্তকারী সংস্থাগুলির উচিত হেফাজতে নিয়ে জেরা করা। সিবিআই যদি নিরপেক্ষ হয়, তাহলে নারদা ও সারদা মামলায় অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করুক তারা। আর কাঁথির শ্মশান থেকে শুরু করে বাতিস্তম্ভ, সারদা কেলেঙ্কারিতে যুক্ত তৎকালীন পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকেও যেন কাঁথির পুলিশ না ছাড়ে, তারও আর্জি জানান কুণাল।

মঞ্চ থেকে নথি তুলে কুণালের আরও অভিযোগ, কাঁথি পুরসভা অঞ্চলে চারতলার বেশি নির্মান অবৈধ, সেখানে সৌমেন্দু কিভাবে ২২তলা বাড়ি নির্মানের অনুমতি দিয়েছিলেন? যেখানে তাঁর সই রয়েছে। দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করে কাঁথিকে বিক্রি করেছে, কাঁথির মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই অধিকারী পরিবার। শিশির অধিকারী সব জেনে শুনে কেন চুপ করেছিলেন? কেন চোর, ডাকাত, তোলাবাজ, ব্ল্যাকমেলার, কুলাঙ্গার সন্তানদের সামলাননি তিনি? প্রশ্ন কুণালের। তাই এদের কোনওভাবেই ক্ষমা করা যাবে না। জেলের বাইরে রাখা যাবে না। দিল্লির মোদি সরকার দেশ বেচে দিচ্ছে আর শুভেন্দু-সৌমেন্দুরা কাঁথি বেচে দিচ্ছে। এদেরকে ক্ষমা করা যাবে না।

শান্তিকুঞ্জের দুর্নীতিবাজ অধিকারী পরিবারের মুখোশ খুলে দেওয়ার পর এলাকার আদি বিজেপি নেতাদের উদ্দেশ্যে কুণাল বলেন, “আদি বিজেপি নেতারা জেনে রাখুন এরা আপনাদের দলকে ভালোবেসে যায়নি। আপনাদের কাঁধে বন্দুক রেখে চোর-ডাকাত-ব্ল্যাকমেলাররা আসলে নিজেদের গ্রেফতারি এড়াচ্ছে। তাই এদের সঙ্গ ত্যাগ করুন।”



Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version