Thursday, November 6, 2025

নিশ্চিত হয়ে গেল টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) ১৬ দল। আইসিসি ( ICC) আগেই জানিয়ে দিয়েছিল আটটি দলের নাম। আগেই তাদের দু’টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল। আর এবার নিশ্চিত হয়ে গেল আরও আটটি দল। আর এদের মধ‍্যে চারটি দল যোগ‍্যতা অর্জন করে খেলবে মূল পর্বে। এই আটটি দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে।

গ্রুপ এ-তে রয়েছে নামিবিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেদারল্যান্ডস। আর গ্রুপ বি-তে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি দলগুলির সঙ্গে খেলবে। এবং সেখান থেকে দু’টি করে মোট চারটি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

যোগ্যতা অর্জন পর্ব থেকে গ্রুপ এ-র রানার আপ ও গ্রুপ বি-র জয়ী দল খেলবে ‘গ্রুপ ২’ অর্থাৎ  ভারতের গ্রুপে। যার মানে দাঁড়াচ্ছে ঠিক এরকম, নামিবিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডসের মধ্যে যে দল দ্বিতীয় স্থানে শেষ করবে এবং আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের মধ্যে যে দল প্রথম স্থানে শেষ করবে তারা খেলবে ‘গ্রুপ ২’-এ।

ইতিমধ্যেই যে আট দল মূল পর্বে রয়েছে তাদের দু’টি গ্রুপে ভাগ করে ফেলেছে আইসিসি। গ্রুপ ১-এ রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। গ্রুপ ২-এ রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা।

একনজরে দেখে নেওয়া যাক সূচি

প্রথম পর্ব

গ্রুপ এ: নামিবিয়া,শ্রীলঙ্কা,সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস

গ্রুপ বি: আয়ারল্যান্ড,স্কটল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে

দ্বিতীয় পর্ব

গ্রুপ ১: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, গ্রুপ এ বিজয়ী এবং গ্রুপ বি রানার আপ।

গ্রুপ ২: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, গ্রুপ এ রানার আপ এবং গ্রুপ বি বিজয়ী।

১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। প্রথমে হবে যোগ্যতা অর্জন পর্বের খেলা। ২১ অক্টোবর শেষ হবে সেই খেলা। এরপর ১২ দল নিয়ে ২২ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল পর্বের খেলা।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version