Sunday, January 18, 2026

খাদ্যপণ্যে GST-র প্রতিবাদে উত্তাল সংসদ, রাহুলের নেতৃত্বে ধরনা কংগ্রেসের

Date:

Share post:

কেন্দ্রের(Central) লাগাতার জনবিরোধী নীতির জেরে দিশাহারা সাধারণ মানুষ। জিএসটির(GST) জেরে গতকাল থেকে প্যাকেটবন্দি লেবেল সাঁটা চাল, ডাল, আটা, মুড়ি, দই, লস্যির মতো খাদ্যপণ্যের দাম বেড়েছে। আর এই ইস্যুতে সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে দুউই কক্ষেই প্রতিবাদে সরব হল বিরোধী দলগুলি। সংসদে এদিন মুলতুবি প্রস্তাব আনেন গৌরব গগৈ (Gaurav Gogoi)। পাশাপাশি মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে রাহুল গান্ধীর(Rahul Gandhi) নেতৃত্বে ধরনা দিলেন কংগ্রেস(Congress) সাংসদরা।

এদিন সংসদে মুলতুবি প্রস্তাব এনে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানান, খাদ্যপণ্যের দাম বাড়িয়ে সরাসরি সাধারণ মানুষের রোজকার জীবন ধারণের উপর আঘাত এনেছে কেন্দ্র। অধিকাংশ জরুরি জিনিসের দাম বাড়ানো হয়েছে। কোভিডের কারণে একেই বিপর্যস্ত ছিল গরিব ও নিম্ন মধ্যবিত্তের আর্থিক পরিস্থিতি। এবার সেই অবস্থা আরও খারাপ হবে। এদিকে মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো ইস্যুতে তীব্র অশান্তি শুরু হলে দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। পাশাপাশি সংসদের বাইরেও প্রতিবাদে সরব হতে দেখা যায় কংগ্রেসকে। গান্ধী মূর্তির পাদদেশে ধরনা দেন রাহুল সহ অন্যান্য সাংসদরা।

উল্লেখ্য, একদিকে যখন ডলার প্রতি টাকার দাম ৮০ ছুঁয়েছে, অন্যদিকে তখন ৫ শতাংশ জিএসটি বসেছে প্যাকেটবন্দি লেবেল সাঁটা খাদ্যেপণ্যে। এর মধ্যে রয়েছে রোজকার হেঁসেলের চাল, ডাল, আটা, মুড়ি, দই, লস্যি, পনির, গুড়, মধু, বাটার মিল্ক। অন্যদিকে হাসপাতালের খরচও বেড়েছে। ICU ছাড়া ৫ হাজার টাকা বা তার বেশি মূল্যের কেবিনেও এবার থেকে দিতে হবে ৫ শতাংশ জিএসটি। এতদিন জিএসটির বাইর থাকা দিনে ১ হাজার টাকা পর্যন্ত ভাড়ার হোটেলের ঘরেও চাপানো হয়েছে ১২ শতাংশ কর। সাধারণ মানুষের প্রয়োজনের এমন বহু পণ্যের উপর জিএসটি কাউন্সিলের প্রস্তাবে কর বাড়ানো হয়েছে। কেন্দ্রের এই জনবিরোধী নীতির প্রতিবাদে এদিন সংসদের ভেতরে ও বাইরে ক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদরা।


spot_img

Related articles

সেবাশ্রয় ২.০: চলাফেরার ক্ষমতা ফিরিয়ে দিয়ে দশ বছরের শিশুর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার 

জনসেবার ধারাবাহিক যাত্রা অব্যাহত রেখে 'সেবাশ্রয় ২.০' (Sebaashray 2.0) মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে। এবার সহানুভূতি...

কুয়াশায় দৃশ্যমান্যতার অভাব, রবিবাসরীয় সকালে দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা

প্রবল ঠান্ডা আর কুয়াশার জোড়া ইনিংসে কাবু দেশের রাজধানী। মৌসম ভবনের (IMD) পূর্বাভাস মিলিয়ে রবিবাসরীয় সকাল থেকে ঘন...

আজ নদিয়া সফরে অভিষেক, রোড শো করবেন কৃষ্ণনগরে

'আবার জিতবে বাংলা কর্মসূচি'তে রবিবার নদিয়া জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বহরমপুরে রোড শো করতে দেখা...

Sunday Feature : সেনাবাহিনীর বন্দুকে নয়, দেশের মানুষকে ‘ইচ্ছা’ দিয়ে জঙ্গিদের থেকে রক্ষা করেছিলেন তিনি

দিনটা হতে পারত ২৩তম জন্মদিনের উৎসবের প্রস্তুতি। হতে পারত নতুন কোনো মডেলিং অ্যাসাইনমেন্টের ঝলমলে আলোয় ফেরা। কিন্তু ১৯৮৬...