২১শে জুলাই মহানগরকে সচল রাখতে উদ্যোগ, বিশেষ যান চলাচল ব্যবস্থা ট্রাফিকের

আতিমারির জন্য ২ বছর ভার্চুয়াল সভা হওয়ার পরে এবার ২১ জুলাই শহিদ স্মরণ উপলক্ষ্যে ধর্মতলায় তৃণমূলের লক্ষ্য ঐতিহাসিক (TMC) সমাবেশের। এই পরিস্থিতিতে প্রবল ভিড়েও মহানগরের যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ পুলিশ-প্রশাসনের। ইতিমধ্যেই বৃহস্পতিবার কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)।

২১ জুলাই কলকাতার যান চলাচল ব্যবস্থা

• ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন রাস্তা ওয়ান ওয়ে অর্থাৎ একমুখী যান চলাচল করবে
• আমহার্স্ট স্ট্রিট: উত্তর থেকে দক্ষিণ
• বিধান সরণী: কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর
• কলেজ স্ট্রিট: দক্ষিণ থেকে উত্তর
• ব্রেবোর্ন রোড : উত্তর থেকে দক্ষিণ
• স্ট্র্যান্ড রোড: হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট দক্ষিণ থেকে উত্তর
• বি বি গাঙ্গুলি স্ট্রিট: পূর্ব থেকে পশ্চিম
• বেন্টিঙ্ক স্ট্রিট: দক্ষিণ থেকে উত্তর
• নিউ সিআইটি রোড: পশ্চিম থেকে পূর্ব
• রবীন্দ্র সরণি: বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর।

মঙ্গলবার, সকাল থেকেই ধর্মতলার সমাবেশ চত্বর থেকে শুরু করে, বিভিন্ন গুরুত্বপূর্ম রাস্তা ঘুরে দেখেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।


Previous articleখাদ্যপণ্যে GST-র প্রতিবাদে উত্তাল সংসদ, রাহুলের নেতৃত্বে ধরনা কংগ্রেসের
Next article‘মোদিজি অগ্নিবীর চাইছেন না জাতিবীর?’ অগ্নিপথ নিয়ে কেন্দ্রকে নিশানা বিরোধীদের