Tuesday, August 26, 2025

Kolkata League: লিগ শুরু হতে পারে ২৭ জুলাই, বাগানের খেলা নিয়ে কাটল না জট

Date:

মঙ্গলবারও কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে (Kolkata League) এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) খেলা নিয়ে জট কাটল না। প্রিমিয়ার ‘এ’-র ১৪টি দলের প্রতিনিধিদের নিয়ে এদিন বিকেলে বৈঠকে বসেছিল আইএফএ। এই বৈঠকেও প্রতিনিধি পাঠায়নি মোহনবাগান। পরিবর্তে ক্লাবের তরফে একটি চিঠি আইএফএ-কে পাঠিয়ে দেওয়া হয়। ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ কীভাবে একসঙ্গে চলতে পারে, সেই প্রশ্ন তুলে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত চিঠিতে লিখেছেন, তাঁরা লিগে তিন থেকে চারটের বেশি ম্যাচ খেলতে পারবেন না। তা-ও এফএফসি কাপ জোনাল সেমিফাইনালের পর খেলবেন। তার আগে নয়। ইস্টবেঙ্গল, মহামেডান-সহ বাকি ক্লাবগুলির প্রতিনিধিরা অবশ্য এদিন সভায় উপস্থিত ছিলেন।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত মোহনবাগানের চিঠির বক্তব্য সভায় তুলে ধরেন বাকি ক্লাব প্রতিনিধিদের সামনে। তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান যেহেতু ডুরান্ড কাপে খেলবে এবং মোহনবাগান এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে, তাই তাদের কথা মাথায় রেখে নতুন ফরম্যাটে প্রস্তাবিত সূচি নিয়ে আলোচনা হয়। ঠিক হয়, তিন প্রধান সরাসরি খেলবে সুপার সিক্সে। বাকি ১১টি দলের মধ্যে থেকে তিনটি দল উঠবে সুপার সিক্সে। যেখানে ছ’টি দল রাউন্ড রবিন লিগে পরস্পরের বিরুদ্ধে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল লিগ চ্যাম্পিয়ন হবে।

আইএফএ প্রিমিয়ার ‘এ’ শুরু করতে চায় ২৭ জুলাই। ২৫ সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করার লক্ষ্য। কিন্তু মোহনবাগানের দাবি মেনে সেপ্টেম্বরে সুপার সিক্সের খেলা শুরু করলে নির্দিষ্ট সময়ে লিগ শেষ করা কঠিন হবে আইএফএ-র।

আরও পড়ুন:Los Angeles Olympics: ঘোষণা হয়ে গেল ২০২৮ লস অ‍্যাঞ্জেলেস অলিম্পিক্সের দিনক্ষণ

 

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version