Monday, August 25, 2025

হেরেও শিক্ষা নেই, লাইমলাইটে থাকতেই ২১জুলাই সভা করতে চায় বিজেপি: তোপ দাগলেন অভিষেক

Date:

লোকে ঠেকে শেখে। কিন্তু বিজেপির হেরেও শিক্ষা হয়নি। তাই লাইমলাইটে থাকতেই ২১জুলাই সভা করতে চাইছে। বিজেপির উলুবড়িয়ার সভা নিয়ে তীব্র আক্রমণ করেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২১ জুলাই তাঁদের মহা সমাবেশের দিন আদালতের নির্দেশ মেনে বিজেপি সভা করবে বিজেপি। তীব্র কটাক্ষের সুরে অভিষেক বলেন, ‘‘লাইমলাইট থাকতেই ওইদিনটাই বেছেছে ওরা। মানুষের দাবিদাওয়া নিয়ে ভাবিত নয়। মানুষের পাশে থাকে না বিজেপি। এদের একটাই কাজ— ধর্মের ভিত্তিতে বাংলায় বিভাজন আর শান্ত বাংলাকে অশান্ত করা। হেরে গিয়েও ওদের শিক্ষা হয়নি। এটা বিজেপির মরিয়া চেষ্টা!’’

বৃহস্পতিবার তৃণমূলের ‘শহিদ সমাবেশ’-এর দিনেই উলুবেড়িয়ায় সভা করতে চায় বিজেপি। মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাই কোর্ট মঙ্গলবারই প্রশ্ন তোলে, কেন একুশে জুলাই সভা করতে চাইছে বিজেপি? পরে, বুধবার বলে, সভা করতে হলে রাত ৮টা থেকে ১০টার মধ্যে করতে হবে। পাশাপাশিই, একগুচ্ছ শর্ত দিয়েছে হাই কোর্ট। যদিও, শেষপর্যন্ত সভা করবে না বলে জানায় বিজেপি।

পাশাপাশি, হাই কোর্টের মঙ্গলবারের পর্যবেক্ষণ টেনে এনে বিজেপিকে বিঁধেছেন অভিষেক। বলেন, মঙ্গলবার খোদ বিচারপতিই প্রশ্ন তুলেছিলেন, ৩৬৫ দিনের মধ্যে কেন ২১ জুলাইতেই বিজেপিকে সভা করতে হবে? কেন ২০ জুলাই বা ২২ জুলাই সভা করতে পারছে না ওরা? আদালতের নির্দেশ শিরোধার্য। তবে, আদালতের দেওয়া শর্ত মেনেই যাতে সভা হয়, সেদিকে পুলিশ-প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন অভিষেক।

আরও পড়ুন- মোদি শাসনে ভারত ত্যাগের হিড়িক, ১ বছরে নাগরিকত্ব ছেড়েছেন ১.৫ লক্ষের বেশি

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version