Thursday, August 28, 2025

‘এতদিন কোথায় ছিলেন’? সাগরদ্বীপে বাঁধ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা

Date:

Share post:

গুরুপূর্ণিমার ভরা কোটালে ক্ষতিগ্রস্ত সাগরদ্বীপের বাঁধ পরিদর্শনে এসে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের বিজেপি বিধা‌য়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁকে কালো পতাকাও দেখানো হয়। তাঁকে ঘেরাও করে গো ব্যাক স্লোগান দেন স্থানীয়রা।

প্রসঙ্গত, গত গুরুপূর্ণিমার ভরা কোটালে সাগরের সুমতিনগর-‌ধসপাড়া-‌২ পঞ্চায়েতের বঙ্কিমনগরে হুগলী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। পরবর্তী সময়ে স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের স্কুলে নিয়ে এসে ত্রাণ শিবির চালু করা হয়। শিবিরে রান্না করা খাবার দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। কিন্তু বিজেপি ঘোলা দলে মাছ ধরার জন্য বুধবার বেলা বারোটা নাগাদ বিধায়ক অগ্নিমিত্রা পল দলের মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্য সহ দলের কর্মীদের সঙ্গে নিয়ে ওই এলাকায় যান। এই খবর চাউর হতেই অগ্নিমিত্রা পলের পথ আটকায় এলাকার দুর্গত মানুষেরা। হাতে কালো পতাকা, প্ল্যাকার্ড নিয়ে গো-‌ব্যাক স্লোগান দিতে থাকে এলাকার বাসিন্দারা। কার্যত বিক্ষোভের মুখে পড়ে আটকে পড়েন বিজেপি বিধায়ক। সাধারণ মানুষদের হাতে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একাধিক প্ল্যাকার্ডও দেখা যায়। পরে পুলিশের সহায়তায় বাঁধ এলাকায় যান অগ্নিমিত্রা।

তবে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বিপিন পড়ুয়া অগ্নিমিত্রাকে সরাসরি প্রশ্ন করে জানতে চান, গত তিন বছরে সুন্দরবনজুড়ে একাধিক প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। তখন বিজেপির কেউ আসেনি কেন। বাঁধ তৈরীর জন্য কেন্দ্রের কাছে বারবার আর্থিক সাহায্যের আবেদন জানিয়েও পাওয়া যায়নি। একশো দিনের কাজের টাকা, বাংলা আবাস যোজনার টাকা আটকে দিয়েছে কেন্দ্র। স্থানীয় বিজেপির নেতা কর্মীরাও কেন দুর্গত মানুষদের জন্য একমুটো ত্রাণ পর্যন্ত নিয়ে আসেনি। অথচ পঞ্চায়েত নির্বাচনের জন্য আপনি দলবল নিয়ে চলে এসেছেন। এই প্রশ্নের মুখে পড়ে অগ্নিমিত্রা কার্যত কথা বাড়ান নি। এরপর তিনি এলাকা ছেড়ে বেরিয়ে যান।

আরও পড়ুন- সাবধানে সমাবেশে যোগ দিন, ধর্মতলার সভামঞ্চ পরিদর্শনের পর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

spot_img

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...