Monday, November 17, 2025

শিবসেনা কার? উত্তর খুঁজতে বৃহত্তর বেঞ্চের ইঙ্গিত প্রধান বিচারপতির

Date:

শিব সেনার (Shiv Sena) রাশ কার হাতে থাকবে, একনাথ (Eknath Shindhy) নাকি বালাসাহেব পুত্রের! মহারাষ্ট্রের মহানাটকে বেশ কিছুদিন ধরেই দড়ি টানাটানি চলছিল। এই বিষয়ে এবার শিন্ডে-উদ্ধবের বিরোধ পৌঁছল সুপ্রিম কোর্টে (Suprime Court)। এবার এই প্রশ্নের উত্তর খোঁজার ভার বৃহত্তর বেঞ্চকে দিতে পারে সুপ্রিম কোর্ট। বুধবার সেই ইঙ্গিতই দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ১ অগষ্ট। ওই দিনই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মোট ছ’টি আবেদনের শুনানি ছিল। এর মধ্যে পাঁচটি আবেদন করে উদ্ধব শিবির। একটি আবেদন করে শিণ্ডে শিবির। বুধবার শুনানির শুরুতেই, সুপ্রিম কোর্টে উদ্ধবের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। অন্যদিকে শিন্ডের হয়ে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। এদিন শীর্ষ আদালতে আইনজীবী কপিল সিবাল বলেন, মহারাষ্ট্র গণতন্ত্র ঘোর বিপদে। সংবিধানের দশম তফসিল থাকা সত্ত্বেও এভাবে কোনও সরকার ফেলে দেওয়াটা লজ্জার। রাজ্যে যা ঘটেছে তাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তামাশায় পরিণত হয়েছে। এর পাল্টা শিন্ডে শিবিরের আইনজীবী বলেন, এই তর্ক এখানে একেবারেই যথাযথ নয়, যেখানে এক জন মুখ্যমন্ত্রীকে তাঁরই দলের সদস্যরা ছুঁড়ে ফেলে দিয়েছেন।

দু’পক্ষের সওয়াল জবাবের পর ১ অগস্টের মধ্যে যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি এনভি রমণা বলেন, ‘‘আমার মনে হয়, বিষয়টি নিষ্পত্তির জন্য একে একটি বৃহত্তর বেঞ্চে পাঠানো উচিত।’’


Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version