Saturday, May 3, 2025

শিবসেনা কার? উত্তর খুঁজতে বৃহত্তর বেঞ্চের ইঙ্গিত প্রধান বিচারপতির

Date:

শিব সেনার (Shiv Sena) রাশ কার হাতে থাকবে, একনাথ (Eknath Shindhy) নাকি বালাসাহেব পুত্রের! মহারাষ্ট্রের মহানাটকে বেশ কিছুদিন ধরেই দড়ি টানাটানি চলছিল। এই বিষয়ে এবার শিন্ডে-উদ্ধবের বিরোধ পৌঁছল সুপ্রিম কোর্টে (Suprime Court)। এবার এই প্রশ্নের উত্তর খোঁজার ভার বৃহত্তর বেঞ্চকে দিতে পারে সুপ্রিম কোর্ট। বুধবার সেই ইঙ্গিতই দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ১ অগষ্ট। ওই দিনই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মোট ছ’টি আবেদনের শুনানি ছিল। এর মধ্যে পাঁচটি আবেদন করে উদ্ধব শিবির। একটি আবেদন করে শিণ্ডে শিবির। বুধবার শুনানির শুরুতেই, সুপ্রিম কোর্টে উদ্ধবের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। অন্যদিকে শিন্ডের হয়ে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। এদিন শীর্ষ আদালতে আইনজীবী কপিল সিবাল বলেন, মহারাষ্ট্র গণতন্ত্র ঘোর বিপদে। সংবিধানের দশম তফসিল থাকা সত্ত্বেও এভাবে কোনও সরকার ফেলে দেওয়াটা লজ্জার। রাজ্যে যা ঘটেছে তাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তামাশায় পরিণত হয়েছে। এর পাল্টা শিন্ডে শিবিরের আইনজীবী বলেন, এই তর্ক এখানে একেবারেই যথাযথ নয়, যেখানে এক জন মুখ্যমন্ত্রীকে তাঁরই দলের সদস্যরা ছুঁড়ে ফেলে দিয়েছেন।

দু’পক্ষের সওয়াল জবাবের পর ১ অগস্টের মধ্যে যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি এনভি রমণা বলেন, ‘‘আমার মনে হয়, বিষয়টি নিষ্পত্তির জন্য একে একটি বৃহত্তর বেঞ্চে পাঠানো উচিত।’’


Related articles

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...
Exit mobile version